শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার-৩

যশোর প্রতিনিধি: [২] র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

[৩] আটককৃতরা হচ্ছে যশোরের শার্শা উপজেলার যাদবপুর পাড়ার আব্দুল মাজেদের ছেলে সবুজ ও একই উপজেলার দক্ষিণ বুরুজ বাজানের মৃত সেফাতুল্যার ছেলে আব্দুল আজিজ।

[৪] সোমবার (২ নভেম্বর) সকালে যশোরের শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়স্থ হোটেল রাজের সামনে একটি প্রাইভেটকার থেকে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ফেনসিডিল নিজ দখলে রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে যশোরের শার্শা উপজেলার যাদবপুর পাড়ার আব্দুল মাজেদের ছেলে সবুজ ও একই উপজেলার দক্ষিণ বুরুজ বাজানের মৃত সেফাতুল্যার ছেলে আব্দুল আজিজ, শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের শাহাবউদ্দিনের স্ত্রী মনু বেগম (৩৫)।

[৫] র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে বলা হয়েছে, সোমবার ২ নভেম্বর সকালে র‌্যাবের একটি টহল টিম নাভারণ সাতক্ষীরা মোড়স্থ হোটেরল রাজের সামনে থেকে নেভী ব্লু রংয়ের স্যালুন টয়োটা কোম্পানীর (ঢাকা মেট্টো গ-১২-৭৪৭৯) নাম্বারের প্রাইভেটকার সংকেত দিয়ে থামায়। ওই কারের মধ্যে থাকা সবুজ ও আব্দুল আজিজকে গ্রেফতার করে। পরে তাদের দেখানো মতে প্রাইভেট কারের মধ্যে থাকা ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিল ও গ্রেফতারকৃত আসামীদের শার্শা থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা দায়ের করেন।

[৬] এদিকে আগের দিন রোববার (১ নভেম্বর) রাতে যশোরের শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে মনু বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। রোববার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মনু বেগম ওই গ্রামের শাহাবউদ্দিনের স্ত্রী।

[৭] র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার এম সরোয়ার হুসাইন জানান, মনু বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘর তল্লাশি করে ৩শ’ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়