শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্মান্ধদের মাঝে বিচরণ বন্ধ করে নৈতিক সমর্থন দিন, ম্যাক্রোঁকে ২৩ মুসলিম সংগঠনের খোলা চিঠি

রাশিদুল ইসলাম : [২] প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ওই চিঠিতে ধর্মীয় অনুসারীদের মধ্যে ঘৃণা জাগানো বন্ধ করে অবশ্যই ফ্রান্সের লালিত নীতি হিসেবে উদার মনোভাবের সঙ্গে সমতা, ভ্রাতৃত্ব ও স্বাধীনতার পথ অনুসরণ করতে হবে। ফরাসি নাগরিকদের মধ্যে বোঝাপড়া বাড়াতে ও ফ্রান্সের সঙ্গে বিশ^ব্যাপী বিপজ্জনক রুপের মেরুকরণ প্রতিরোধের উদ্যোগ আপনার ক্ষমতার মধ্যে রয়েছে। ফ্রান্স ২৪/দি লোকাল/মিডিলইস্টআই ডটনেট

[৩] প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে বলা হয়, কয়েক দশকে ইউরোপে বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষকে একত্রিত করতে মেধা, শ্রম ব্যয় হয়েছে এবং শান্তি প্রতিষ্ঠা হয়েছে। সে প্রেক্ষিতে আপনাকে এবং আপনার সরকারকে মুসলিম, ইসলাম ও নবী মোহাম্মদের (সা:) ওপর একতরফা হামলার বিষয়ে পুনর্বিবেচনার অনুরোধ করছি।

[৪] চিঠিতে বলা হয়, স্যামুয়েল প্যাটিকে বীভৎসভাবে হত্যার ঘটনা ও নিসে গির্জায় হামলা বিশ্বজুড়ে নিন্দা ও সহানুভূতি অর্জন করার পরও প্রেসিডেন্ট ম্যাক্রোঁর নৈতিক নেতৃত্ব দেখতে ফরাসী নাগরিকরা তাকিয়ে আছে। দুর্ভাগ্য ইসলাম ও আপনার নিজের মুসলিম নাগরিককে অপমান, মূলধারার মসজিদ ও মুসলিম এবং মানবাধিকার সংগঠনগুলো বন্ধ করে দেয়ায় এটিকে আরো ঘৃণা জাগানোর সুযোগ হিসেবে ব্যবহার করে বর্ণবাদী ও সহিংস উগ্রবাদীদের আরো উৎসাহ দেয়া হয়েছে। এক্ষেত্রে আপনার নেতৃত্বে প্রজ্ঞার ঘাটতি রয়েছে।

[৫] চিঠিতে অভিযোগ করা হয় প্রেসিডেন্ট ম্যাক্রোঁর নিজের কথা ও কাজ ধর্মনিরপেক্ষতা ও ১৯৫৮ সালের ফ্রান্সের সংবিধানের পরিপন্থী। যেখানে বলা হয়েছে সমস্ত নাগরিক তাদের উৎস, বর্ণ বা ধর্ম নির্বিশেষে আইনের সামনে সমান হিসেবে বিবেচিত হবে এবং সব ধর্মীয় বিশ্বাস সন্মান করবে।

[৬] চিঠিতে বলা হয় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আপনার ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ভিত্তিহীন মানহানিকর অভিযোগে নাগরিক সংস্থার বিরুদ্ধে অভিযান, মসজিদগুলো বন্ধ ও বৈধ সংগঠনগুলো বন্ধ করতে ফরাসি রাষ্ট্র ব্যবস্থা ও রাষ্ট্রের সুরক্ষা পরিষেবা ব্যবহার ফ্রান্সের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর অন্তর্নিহিত বিপর্যয়ের লক্ষণ এবং সমতা, ভ্রাতৃত্ব ও উদারতার মত মৌলিক নীতিগুলোর পরিপন্থী।

[৬] সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, প্রকৃতপক্ষে এই সুযোগসই আচরণটি রাজনৈতিক প্রেরণার ভিত্তিতে এবং যথাযথ আইনী প্রক্রিয়া ছাড়াই মসজিদ ও সংগঠনগুলো বন্ধ করার বিষয়টি আইনের শাসনের নীতির ক্ষতি করে এবং এটি ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের অনুধাবন, বিবেকের স্বাধীনতা ও ধর্মের স্বাধীনাতর সরাসরি লঙ্ঘন।

[৭] চিঠিতে বলা হয় এধরনের আচরণ যা বেআইনী অভিযোগের ওপর ভিত্তি করে এবং সম্পূর্ণ দায়মুক্তির সাথে পরিচালিত হয়। ইসলামভীতি ছড়িয়ে এধরনের লড়াইয়ে বিপজ্জনক নজির স্থাপন করবে যা কোনো ধর্মীয় ও বর্ণবাদী গোষ্ঠীগুলোকে রক্ষা করবে যা অন্যের স্বাধীনতাকে অমানবিকভাবে ছিনতাই করবে। এর ব্যাপক ও ভয়াবহ পরিণতি কি হতে পারে তা ইউরোপে আমরা সবাই জানি এবং একটি ধর্মীয় সংখ্যালঘুকে কেন্দ্র করে কি বিপর্যয় ঘটাতে কি ধরনের ক্রিয়াকলাপ হতে পারে তাও অজানা নয়।

[৮] ম্যাক্রোর বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয় প্রেসিডেন্ট আপনি ভুলে গেছেন যে ফরাসি নারী ও পুরুষ যারা জাতি ও বিশ^সের সম্পর্কের ক্ষেত্রে নতুন করে দৃষ্টিভঙ্গী খুঁজছিলেন তাদের আশা ও স্বপ্ন দেখে ক্ষমতা গ্রহণ করেছিলেন। কিন্তু আপনার বর্তমান নেতৃত্বে মনে হচ্ছে আপনি অন্য দেশের নাগরিকদের অপছন্দ করার কুসংস্কারে আচ্ছন্ন হয়েছেন এবং বিভক্ত হয়ে পড়ছেন যা ফ্রান্সের সম্প্রদায়ের বিভেদকে আরো এগিয়ে নিয়ে যাবে ও দীর্ঘকালীন গণতন্ত্রকে ক্ষুন্ন করবে। তার চেয়ে বরং আপনাকে নৈতিক উচ্চতর স্থানে আমন্ত্রণ জানাচ্ছি এবং তা হলো ঘৃণা, প্রান্তিককরণ এবং বিভাজনমূলক বক্তৃতাকে প্রত্যাখ্যান করে ফরাসি জনগণকে একত্রিত করার জন্যে আপনার নেতৃত্বকে কাজে লাগানোর। ফরাসি জনগণের মধ্যে বোঝাপড়া বাড়াতে এবং ফ্রান্সের সঙ্গে বিপজ্জনক রুপগুলোর মেরুকরণের বিরুদ্ধে লড়াই করার পক্ষে আপনার সক্ষমতা রয়েছে। ইউরোপীয় সংস্থাগুলো বিশেষত যুব ও ছাত্র আন্দোলনের বন্ধুত্বের হাতটি দীর্ঘকাল সম্প্রসারিত হয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আপনি যদি এটি গ্রহণ করেন তবে এটি ফ্রান্স ও এর লালিত নীতিগুলোর এবং বিশ্বের অন্যান্য পরিষেবা হবে।

[৯] ২৩টি সংগঠন হচ্ছে, আফ্রিকান ডায়াসপোরা ইয়ুথ ফোরাম ইন ইউরোপ, ফোরুমি রিনোর ইসলামি নর্থ মেসিডোনিয়া, মুসলিম ইয়ুথ অব জিব্রাল্টার, এ্যাসোসিয়েশন ডি জোভেনেস মুসলমানস এন ভ্যালেন্সিয়া, জিওভানি মুসলামানি ডি ইতালিয়া, মুসলিম ইফজুসাগি তারসাসাগ, এ্যাসোসিয়েশন ফর কালচার, এডুকেশন এন্ড স্পোর্ট বসনিয়া এন্ড হার্জেগোভিনা, হিউম্যান রাইটস এডুকেশন ইয়ুথ নেটওয়ার্ক, নিওরটেন মুসলেমিন ফোরুমি ফিনল্যান্ড, এ্যাসোসিয়েজিয়নি স্টুডেন্টি মুসুলমানি ইউনিভার্সিটারি, এমএসএ নেদারল্যান্ড, স্পিক দি নেদারল্যান্ডস, এটুডিয়ান্টস মুসুলমানস ডি ফ্রান্স, মুসলিম এ্যাসোসিয়েশন অব ব্রিটেন ইয়ুথ, সোশ্যাল ইউনিয়ন অল ইউক্রেনিয়ান এ্যাসোসিয়েশন আলরেইড, ইউরোপিয়ান মুসলিম স্কাউটস, মুসলিম এ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড ইয়ুথ, সুওমি-মরক্কো ইসতাভিয়াস-জা কুমপানুসিডিস্টিস রি, ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিস, মুসলিম স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব পোল্যান্ড, নরজেস আঞ্জি মুসলিমার, ফোরাম অব ইউরোপিয়ান মুসলিম ইয়ুথ এন্ড স্টুডেন্ট অর্গানাইজেশন এবং মুসলিম ইউনিয়ন অব স্টুডেন্টস এন্ড ইয়ুথ ইন দি চেক রিপাবলিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়