শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন নির্বাচনের বাকি ৪৮ ঘণ্টা; ৪টি গুরুত্বপূর্ণ রাজ্যে এগিয়ে বাইডেন

লিহান লিমা: [২] আগামী ৩ নভেম্বরের আনুষ্ঠানিক নির্বাচনের পূর্বেই যুক্তরাষ্ট্রে ১০ কোটির বেশি আগাম ভোট পড়েছে। যা মোট ভোটের দুই-তৃতীয়াংশ। মার্কিন গণমাধ্যমগুলা বলছে, আগাম ভোটের এই আধিক্য ডেমোক্রেটদের পক্ষেই যাচ্ছে। যদিও ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগাম ভোট দেয়ার পর রিপাবলিকানদের মধ্যেও আগাম ভোট দেয়ার হার বেড়েছে। টাইমস/বিবিসি

[৩] নির্বাচনের ৪৮ ঘন্টা পূর্বে নিউইয়র্ক টাইমস/সিয়েনা কলেজের জরিপে দেখা গিয়েছে ৯টি ব্যাটেলগ্রাউন্ড স্টেটের মধ্যে ৪টিতে ( পেনসেলভেনিয়া, ফ্লোরিডা, আরিজোনা ও উইসকনসিন) ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। জর্জিয়াতে দুই প্রার্থীর অবস্থানই সমান। অন্যদিকে টেক্সাস ও আইওয়াতে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

[৪] সন্ধিক্ষণে ডোনাল্ড ট্রাম্প পাঁচটি ব্যাটেলগ্রাউন্ড স্টেটে (আইওয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও ফ্লোরিডা) প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ট্রাম্প অর্থনৈতিক অগ্রগতি, সীমান্ত নিরাপত্তা, দ্রুত কোভিড-১৯ এর টিকার প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে মহামারী নিয়ে স্পষ্টতই অবহেলা দেখিয়ে নির্বাচনী র‌্যালিতেও কোভিড নিয়ে মশকরা করছেন।

[৫] যুক্তরাষ্ট্রের মহামারী বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউচি প্রকাশ্যে জো বাইডেনের প্রশংসা করে বলেছেন, ‘বাইডেন জনস্বাস্থ্যকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন যার সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডেরি প্রকাশ্যে বাইডেনকে সমর্থনদের জন্য ফাউচির নিন্দা জানিয়ে বলেছেন, ‘এটি অগ্রহণযোগ্য।’

[৬] জো বাইডেন শেষ মুহুর্তের প্রচারণার কেন্দ্র বানিয়েছেন পেনসেলভেনিয়াকে। নির্বাচনী র‌্যালিতে তিনি বর্ণবাদ ও ট্রাম্পের করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার নিন্দা জানান। ডেমোক্রেট দল কৃষ্ণাঙ্গ, ল্যাটিনোসহ প্রান্তিক জনগোষ্ঠির সমর্থন আদায়ের চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়