শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে কন্যাসন্তান দত্তক নেওয়ার ঝোঁক বাড়ছে: রিপোর্ট

নিউজ ডেস্ক: [২] এ তথ্য জানাল চাইল্ড অ্যাডপশন রিসোর্স অথরিটি-র একটি রিপোর্ট (সিএআরএ)। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে মোট দত্তক নেওয়া শিশুর সংখ্যা ৩ হাজার ৫৩১। তার মধ্যে ২ হাজার ৬১ জন মেয়ে এবং ১ হাজার ৪৭০ জন ছেলে। আনন্দবাজার।

[৩] সিএআরএ জানিয়েছে, সাধারণত দত্তকের আবেদন এলে তারা তিনটি বিকল্প দেয়। ছেলে, মেয়ে অথবা সংস্থার বেছে দেওয়া যে কোনও একটি। এ ক্ষেত্রে বেশি সংখ্যক কন্যাসন্তান দত্তক নেওয়ার ঘটনায় সমাজে মেয়েদের গ্রহণযোগ্যতা বাড়ছে বলে মনে করছে সিএআরএ।

[৪] যদিও সমাজকর্মীদের বক্তব্য, মেয়েদের বেশি দত্তক নেওয়া হচ্ছে কারণ তারা সংখ্যায় বেশি। এখনও অধিকাংশ পরিবারেই ছেলে শিশুর চাহিদা বেশি থাকায় কন্যাভ্রুণ হত্যা হয় অথবা জন্মের পরে পরিত্যাগ করা হয় মেয়েদের। ফলে দত্তক কেন্দ্রগুলিতেও মেয়ের সংখ্যাই থাকে বেশি।

[৫] সরকারি তথ্য অনুযায়ী, গত এক বছরে একেবারে সদ্যোজাত থেকে ৫ বছর বয়সি ৩ হাজারের বেশি শিশুকে দত্তক নেওয়া হয়েছে। সেখানে ৫ থেকে ১৮ বছর বয়সি ৪১১টি শিশুকে দত্তক নেওয়া হয়েছে। সিএআরএ জানিয়েছে, রাজ্যগুলির মধ্যে গত এক বছরে মহারাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সংখ্যক শিশু দত্তক নেওয়া হয়। তার পরে রয়েছে যথাক্রমে কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং উড়িষ্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়