শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২০, ০৫:২৩ সকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০২০, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইন নিজের হাতে তুলে নেয়াকে ইসলাম কখনই সমর্থন করে না: বিশেষজ্ঞ অভিমত

শিমুল মাহমুদ: [২] ধর্ম অবমাননার অভিযোগে লালমনিরহাটে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর মৃতদেহ আগুনে পুড়িয়ে ফেলেছে  বিক্ষুব্ধ জনতা। যদিও পরবর্তিতে কোরআন অবমাননার ঘটনার কোন প্রমাণ পায়নি তদন্ত কমিটি।

[৩] এ বিষয়ে আম্বরশাহ শাহী জামে মসজিদের খতিব মাওলানা মাজাহারুল ইসলাম বলেন, ইসলাম প্রতিবাদ মুখর যে কোনো অন্যায়ের বিরুদ্ধে। তবে এর মৌলিক যে নীতির তার সঙ্গে লালমনিরহাটের ঘটনা সম্পূর্ণ সাংঘর্ষিক। কাউকে পিটিয়ে হত্যা বা আইন নিজের হাতে তুলে নেয়া মৌলিক নীতি বিরোধী। ইসলাম সেটা সমর্থক করে না।

[৪] তিনি বলেন, ধর্ম অবমাননার বিষয়ে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ একজন মুসলিমের জন্য কর্তব্য। কোরআনে উল্লেখ আছে, কোনো মন্দকাজ দিয়ে ভালো কাজকে কখনো আহবান করা যাবে না। তাই ভালো কাজ দিয়ে মন্দ কাজ গুলো প্রতিহত করতে হবে।

[৫] ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সচিব মুফতি সাখাওয়াত হোসাইন বলেন, যেকোনো গুজব ছড়িয়ে হত্যাকাণ্ড গুলো হোক না কোনো; দেশে যদি প্রকৃত আইনের প্রয়োগ থাকতো তাহলে এ ধরণের ঘটনা ঘটতো না। সাধারণ মানুষ বুঝতে পারতো অপরাধীকে নিশ্চিত আইনের শাস্তি পেতে হচ্ছে। অপরাধীরাও অপরাধ করবার আগে মনে করতো আইন তাকে শাস্তি দিবে। তাহলে মানুষ নিজেদের হাতে আইন তুলে নিতো না। আমাদের সে জায়গাটাও আগে সংশোধন দরকার।

[৬] পরমানু বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. এম শমসের আলী বলেন, একজন মুসলিম হিসেবে আমাদের আচরণটা যদি ভালো হয় তাহলে আমরা সারা পৃথিবীকে জানিয়ে দিতে পারি। তুমি যতই স্বৈচ্চারিতা করো না কেন যদি একজন মুসলমানের সঙ্গে চলো তার হাতটা ধরো তুমি নিরাপদ।

[৭] তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে আইনের উর্ধে কেউ না। আমরা আজকে যার জন্য এই হত্যাকান্ড করছি; তিনি কিন্তু প্রত্যাকটা লোককে কিভাবে ক্ষমা করে দিয়েছেন, সেটা লক্ষ্য করছি না। ইসলামের কাজ অপরাধীকে হত্যা নয়, ইসলামের শান্তিতে নিয়ে আসা।

[৮] সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, ইসলামের মূল্যবোধ হচ্ছে সকলকে ধারণ করা। একজন নির্দোষ ব্যক্তিকে হত্যা করা সমস্ত জাতিকে হত্যা করার সমান। কবি কাজী নজরুল ইসলাম তার এক কবিতায় বলেছেন, ‘তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামের মুরিদ’। এছাড়া আমাদের সংবিধানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়