শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শক্তিশালী উজি পিস্তলের ক্রেতা বিক্রেতারা নজরদারিতে

ইসমাঈল ইমু : [২] দেশে আমদানি হওয়া ১০৯টি অত্যাধুনিক উজি পিস্তলের ৫৩টি কাদের কাছে বিক্রি করা হয়েছে, তারা কীভাবে এসব অস্ত্র কিনেছে, কী কাজে ব্যবহৃত হচ্ছে তার অনুসন্ধানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

[৩] ডিবি জানায়, প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং যারা এ পিস্তল কিনেছেন তাদের অস্ত্রের লাইসেন্সের তথ্য চেয়ে চিঠি ইস্যু করা হচ্ছে। এসব পিস্তল বিক্রয়কারী প্রতিষ্ঠান ও তাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে।

[৫] এ বিষয়ে ডিবির তেজগাঁও বিভাগের ডিসি গোলাম মোস্তফা রাসেল বলেন, কাদের কাছে এ পিস্তল রয়েছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তারা আসলে এ অস্ত্র কেনার অ্যাবিলিটি রাখে কি না, কোন ধরনের লাইসেন্সের বিপরীতে তারা এ অস্ত্র কিনেছে সেই বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে। তাদের নামে চিঠি ইস্যু করা হচ্ছে।

[৬] গত ২০ আগস্ট মোহাম্মদপুর থানা এলাকা থেকে মিনাল শরীফ (৫৬) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তারের পর একটি ২২ বোর রাইফেলের লাইসেন্স পায় ডিবি। পরে মিনালের স্বীকারোক্তি অনুযায়ী তার বাসা থেকে ৪৪ রাউন্ড কার্তুজসহ একটি (ইউজেডআই) উজি পিস্তল পাওয়া যায়। পরে ডিবির অনুসন্ধানে উঠে আসে বৈধ অস্ত্রের লাইসেন্সের বিপরীতে কেনাবেচা হচ্ছে শক্তিশালী এই উজি পিস্তল। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়