শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুড়ীতে কমলা চাষিদের মুখে বইছে আনন্দের হাসি

সোহেল রানা : [২] মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাগান গুলোতে গাছে গাছে শোভা পাচ্ছে সু-স্বাদুকমলা। পাহাড়ি জনপদের কমলা চাষিদের মুখে বইছে আনন্দের হাসি। আর এ কমলা বদলে দিয়েছে অত্রাঞ্চলের চাষিদের জীবন। কমলা পাকতে শুরু করায় ইতো মধ্যে বেচা-কেনা শুরু হয়ে গেছে।কমলা ফলনের পাশাপাশি বাজার দর সন্তোষ জনক হওয়ায় চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন।

[৩] গাছ থেকে পাকা,আধা পাকা কমলা সংগ্রহ ও খাঁচাবন্দি করে পাইকারদের হাতে তুলে দিয়ে টাকা গুনতে গুনতে প্রশান্তির হাসিমুখে ঘরে ফিরছেন চাষিরা। এ অঞ্চল থেকে প্রায় আড়াই কোটি টাকার বেশী কমলা বিক্রি হবে হলে আশা করছেন চাষিরা। গত বছরের চেয়ে এ মৌসুমে প্রায় দ্বিগুন বেশী কমলার ফলন ও বিক্রি হওয়ার স্বপ্ন দেখছেন চাষি ও সংশ্লিষ্টরা। অধিক মুনাফা লাভের আশায় ক্রেতা ও চাষিরা পাকা ও আধা পাকা কমলা স্থানীয় বাজার ছাড়াও রাজধানী ঢাকা, ভৈরব ও সিলেটে পিকআপ ভ্যান ও ট্রাক যোগে নিয়ে বিক্রি করছেন।

[৪] উপজেলার গোয়াল বাড়ি ইউনিয়নের লালছড়া, শুকনাছড়া, ডুমাবারই, লাঠিটিলা, লাঠিছড়া, হায়াছড়া, কচুরগুল, সাগরনালইউনিয়নেরপুটিছড়া, পূর্ব জুড়ী ইউনিয়নের কালাছড়া ও টালিয়াউড়া এবং জায়ফরনগর ইউনিয়নের বাহাদুরপুর সহ অন্যান্য গ্রামের টিলাবাড়ি গুলোতে কমলার পাশাপাশি বাতাবি লেবু, আদা লেবু, শাসনি ও জাড়া লেবুর বাগান রয়েছে।

[৫] এছাড়া ও অত্রাঞ্চলের মাটি গুলো মাল্টা চাষের সম্ভাবনা রয়েছে বিধায়, কৃষকরা গত ২/৩ বছর যাবত তা আবাদে আগ্রহী হয়ে পড়েছেন।আর এ বাগান গুলোতে পেশা হিসেবে সর্বদা পরিচর্যা করা ওই গ্রাম গুলোর মানুষের পেশায় রূপান্তরিত হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে এক একটি বাগান থেকে প্রায়৩/৪লাখ টাকার ফলন পাওয়া যায়। কমলা চাষে যেমনখরচ কম, তেমন শ্রমও দিতে হয়নাএমন টাই জানিয়েছেন অত্র বাগান গুলোর কৃষকরা। ফলে, কমলাও মাল্টা চাষে অত্রাঞ্চলের কৃষকরা আগ্রহী হওয়ার পাশাপাশি স্বাবলম্বীও হচ্ছেন।

[৬] জুড়ী উপজেলা কৃষিঅফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯১ হেক্টরজমিতে ৮৫ টি কমলা বাগান গড়ে উঠেছে।

[৭] গোয়াল বাড়ি ইউনিয়নে শতকরা ৮০ ভাগ বাগান রয়েছে। এ বাগান গুলোতে ২ জাতের কমলার চাষাবাদ হচ্ছে। এক জাতের নাম খাসি ও অপর জাতের নাম নাগপুড়ি।অত্রাঞ্চলের অধিকাংশ কমলা খাসি জাতের চাষাবাদ হচ্ছে। এ বাগানগুলো থেকে চলতি মৌসুমে ৫৫০ মেট্রিক টন কমলা লেবুর ফলন প্রাপ্তির আশা রয়েছে।সরেজমিনে আলাপ হয়, গোয়ালবাড়ি ইউনিয়নের লালছড়া গ্রামের কমলা চাষি মোরশেদ মিয়া (৫০) এর সাথে।

[৮] আলাপ কালে তিনি বলেন, কমলা এক বছর বেশিহলে অন্য বছর কম হয়। এ বছর সময় মতবৃষ্টিপাত না হওয়ায় এবারের ফলন মোটামুটি ভালো হয়েছে। তিনি বলেন, এবারে কমলার বাজারমূল্য গত বছরের তুলনায় বেশি, আকারেও মোটামুটি বড়। তিনি ইতোমধ্যে ১লাখ টাকার কমলাবিক্রি করেছেন। আরো৪লাখ টাকার কমলাবিক্রি করতে পারবেন বলে জানালেন।

[৯] এছাড়া ও একই গ্রামের কমলা চাষি শামীম আহমদ (৩০), যয়নুলমিয়া (২৯), হায়াছড়া গ্রামের আব্দুররহিম (৫৫), কচুরগুল গ্রামের হাজীনজির আহমদ (৬১) ও শুকনাছড়া গ্রামের ইব্রাহিম আলী (৫৬) সহ অনেকে জানান,প্রতিবছর ভারতীয় কমলা বাংলাদেশে আসায় আমাদের কমলা বিক্রি করতে সমস্যা হয়।তা বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টিকামনাকরেন।

[১০] জুড়ীউপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দিন জানান, অত্রাঞ্চলের কমলা চাষিরা আমাদের পরামর্শ অনুযায়ী কমলা বাগানের পরিচর্যা করেছেন। পোকামাকড় ও রোগ বালাই নিয়ন্ত্রণ করায় এবং কৃষি অফিসের দিক নির্দেশনা সঠিক ভাবে পালন করায় এ বছর জুড়ী উপজেলায় গত বছরের ন্যায় ভালোনা হলেও মোটামুটি ভালো হয়েছে। কারণ,সময়মতো বৃষ্টিপাতনা হওয়া। তিন আরো জানান,অত্রাঞ্চলে কমলা চাষিদের কমলারপাশা-পাশিমাল্টা আবাদে আগ্রহ দেখে মাটির গুনাগুন যাচাই করে বিগত ২/৩ বছরে ৭০ জন চাষির মাঝে ৭০টি মাল্টার চারাবিতরণ এবং দার্জিলিং থেকে আমদানিকৃত সু-মিষ্ট ও সুস্বাদু কমলার কলম পরীক্ষামূলক ভাবে রোপন করার জন্য উপজেলার বিভিন্ন চাষিদেরমাঝে বিতরণকরেছি।

[১১] দেখা গেছে, কমলার ন্যায় অত্রাঞ্চল মাল্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। নতুন করে এ বছর উপজেলার বিভিন্ন বাগানে মাল্টার অভাবনীয় ফলন হয়েছে।ভারতীয় কমলাযাতে আমাদের বাজারে আসতেনা পারে সে জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়