শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে টেন্ডার নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে ২ জন আহত

রিয়াদ ইসলাম: [২] ঈশ্বরদী হর্টিকালচার সেন্টারের একটি কাজের দরপত্র জমা দেওয়া নিয়ে দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তর করেছে পুলিশ।

[৩] রোববার (০১ নভেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (হর্টিকালচার উইং) উদ্যানতত্ত্ববিদের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

[৪] ছুরিকাঘাতে গুরুতর আহতরা হলেন- পৌরসভার শহিদআমিন পাড়া এলাকার মৃত বাহাদুরের ছেলে রবিউল (২৮) এবং আলী হোসেনের ছেলে মুশফিক (১৯)। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৫] পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদী হর্টিকালচার সেন্টারের ২০২০-২১ অর্থবছরে মৌসুমী ফল (আম, লিচু ও কুল) এক মৌসুম মেয়াদে লীজে বিক্রির দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার। সকাল থেকেই সরকার দলীয় ঠিকাদাররা কাজ হাতিয়ে নেওয়ার জন্য ওই কার্যালয়ে ভিড় করেন। সকাল সাড়ে ৯টার দিকে মাজিদুল ইসলাম নামে এক ঠিকাদারকে ওই কাজের দরপত্র জমা দিতে গেলে তাকে বাধা দেওয়া হয়।

[৬] এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে লাঞ্ছিত করলে ওই স্থানে তার সমর্থকদের সঙ্গে ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরিফ তমালের সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এ সময় তমালের সমর্থকেরা রাম দা, রড, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। এ সময় ১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ সদস্যরা চেষ্টা চালিয়ে সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ।

[৭] এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়