শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসি চেয়ারম্যান পদে বার্কলেকে সমর্থনের ইঙ্গিত দিলো ভারতীয় বোর্ড

স্পোর্টস ডেস্ক : [২] সিঙ্গাপুরের ইমরান খোয়াজা নন। আসন্ন আইসিসি চেয়ারম্যান নির্বাচনে নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলেকে খুব সম্ভবত সমর্থন করবে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ভিতরে এমনটাই খবর। তবে আগামীদিনে এই অবস্থান বদলেও যেতে পারে।

[৩] আগামী ডিসেম্বরের শুরুতে আইসিসি চেয়ারম্যান নির্বাচন। চেয়ারম্যান পদে দু’জন মাত্র মনোনয়ন জমা করেছেন। নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে। আর সিঙ্গাপুরের ইমরান খোয়াজা। বলা হচ্ছে, আইসিসির সর্বোচ্চ পদে খোয়াজার বদলে বার্কলে থাকলে ভারতের অনেক বেশি সুবিধে। অতএব, সিঙ্গাপুরের প্রার্থীকে সমর্থন করে কোনও লাভ নেই।

[৪] তবে এখনই চূড়ান্ত করে কিছু বলা যায় না। কারণ, আইসিসি চেয়ারম্যান নির্বাচনের এখনও একমাস বাকি। এই এক মাসে যদি খোয়াজা ভারতীয় বোর্ডকে একই সুযোগসুবিধে দেন, বা দেওয়ার প্রতিশ্রুতি দেন, যা কি না বার্কলে থাকলে ভারত পেত, তা হলে অঙ্ক আবার পাল্টাতে পারে। তবে আপাতত বার্কলেকে সমর্থনের সম্ভাবনাই বেশি। কারণ তিনি দ্বিপাক্ষিক সিরিজের উপর জোর দেওয়ার কথা ভেবে রেখেছেন। যা ভারতও চায়।

[৫] আইসিসির বোর্ডের সঙ্গে ভারতীয় বোর্ডের যাবতীয় সমস্যার কারণই ছিল এই দ্বিপাক্ষিক সিরিজ। শশাঙ্ক মনোহরের আইসিসি প্রায় প্রতিবছর অন্তত একটি করে আইসিসি ইভেন্ট করার পক্ষে ছিল। কিন্তু ভারতীয় বোর্ডের তাতে তীব্র আপত্তি ছিল। কারণ, সেটা হলে একে তো দ্বিপাক্ষিক সিরিজগুলি গুরুত্ব হারাত, সেই সঙ্গে আইপিএলের মতো টুর্নামেন্টেরও জনপ্রিয়তা কমতো। নতুন বোর্ডের কাছে ভারত চাইবে, যাতে দ্বিপাক্ষিক সিরিজে তারা বেশি মনোনিবেশ করে। - আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়