শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাকী বিল্লাহ: অপরের দোষ ধরা বহুত হইছে, এবার নিজেদের শরীরের দিকে একটু তাকান

বাকী বিল্লাহ: নিস থেকে লালমনিরহাট আলাদা করা যাচ্ছে না, যেমন আলাদা করা যাচ্ছে না উগ্র জঙ্গি মনস্তত্ব আর মডারেট বুদ্ধিজীবীর জাস্টিফিকেশন। সবখানেই কেবল অপরের দোষ। নিজেদের দুর্গন্ধযুক্ত উলঙ্গ পশ্চাতের খবর রাখার কোনো দায় নেই। দায় নিতে হবে। আমি মুসলিম সম্প্রদায়ের পরিচয় বহনকারী একজন হিসেবে এসব অমানুষিক বর্বরতার দায় নিচ্ছি। মুসলমান সম্প্রদায়ের সকলকে দায় নিয়ে দুঃখপ্রকাশ করতে হবে। অঙ্গীকার করতে হবে, তারা এই পৃথিবীটাকে নিরাপদ ও সকল জাতি-ধর্মের মানুষের জন্য বাসযোগ্য করতে উগ্রবাদের উৎস উৎপাটন করতে কাজ করবে।

মুসলমান পরিচয়ের অনেক মানুষও নির্যাতনের শিকার হচ্ছে বিশে^র বিভিন্ন অঞ্চলে। কিন্তু ঘৃণার ভাষা ব্যবহার করে নিরীহ মানুষকে হত্যা করে উগ্রবাদীরা এই পরিস্থিতি আরও অনেক কঠিন করে দিচ্ছে সাধারণ মুসলমান সম্প্রদায়ের লোকদের, আবার এই সাধারণেরই একটা বিরাট অংশ সরাসরি উগ্রবাদে জড়িত না হলেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জঙ্গিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করছেন। এর প্রণোদনা হিসেবে নেপথ্যে যুক্ত থাকছেন একদল পড়াশোনা জানা ইন্টেলেকচুয়াল, যারাও কেবল অপরের চুলচেরা দোষ খুঁজে বার করতে করতেই সকল ইন্টেলেকচুয়াল সামর্থ্য খরচ করে ফেলছেন। বাড়ির পাশে আরশিনগরের পড়শীর গতিপ্রকৃতির খোঁজ রাখার তার সময় নেই। অপরের দোষ ধরা বহুত হইছে। এবার নিজেদের শরীরের দিকে একটু তাকান। না হলে কেউ বাঁচবে না। ধ্বংস হয়ে যাবে পৃথিবী। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়