শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ০২:০৩ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নিশ্চিত করতে রবিসহ তিন মোবাইল অপারেটরের সঙ্গে চুক্তিতে যাচ্ছে ইউজিসি

শরীফ শাওন: [৩] বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সদস্য অধ্যক্ষ ড. দিল আফরোজা বলেন, ইতোমধ্যে টেলিটক মোবাইল অপারেটরের সঙ্গে চুক্তি করা হয়েছে। রবির সঙ্গে ইন্টারনেট ডাটা প্যাকেজের দর নিয়ে আলোচনা চলছে। এছাড়াও বাংলালিংক ও গ্রামিণফোনের সঙ্গে যোগাগেযাগ করা হচ্ছে।

[৪] তিনি বলেন, রবি জানিয়েছে শিক্ষার্থীদের জন্য ১৫ জিবি ইন্টারনেট মাত্র ৯৯ টাকা এবং ৩০ জিবি ২২০ টাকায় দেয়া হবে। তবে আমরা ৩০ জিবি ইন্টারনেট এর দাম কমাতে আরও আলোচনা চলছে। শিক্ষার্থী সংখ্যা বেশি হলে দাম কমানোর আশ্বাস দিয়েছে রবি কর্তৃপক্ষ।

[৫] শিক্ষার্থী আবির হোসেন বলেন, চারটি অপারেটর কোম্পানির সঙ্গেই চুক্তি হলে শিক্ষার্থীরা উপকৃত হবে। প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই গ্রামের বাড়ি থেকে অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছে। বিভিন্ন এলাকায় বিভিন্ন অপারেটরের শক্তিশালি নেটওয়ার্ক পাওয়া যায়। ফলে শিক্ষার্থীরা নিজ চাহিদা অনুযায়ী অপারেটরের ডাটা ব্যবহার করে ক্লাসে যুক্ত থাকতে পারবে।

[৬] টেলিটক লিমিটেডের বিপনন শাখা ব্যবস্থাপক আব্দুল মোহাইমিন বলেন, ইউজিসি’র সঙ্গে চুক্তি মোতাবেক ইতোমধ্যে বিটিজেন প্ল্যাটফর্মে জুম ক্লাসে শিক্ষার্থীরা বিনামূল্যে অংশগ্রহণ করতে পারছে। ইতোমধ্যে সরকারি ৪৩টি এবং বেসরকারি ৬৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টেলিটকের মাধ্যমে বিনামূল্যে ক্লাস সেবা গ্রহণ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়