শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দ ঘাট থেকে রাজশাহী গামী আন্ত:নগর মধুমতি ট্রেন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

কামাল হোসেন: [২] গোয়ালন্দ ঘাট থেকে রাজশাহী গামী আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেন বন্ধের প্রতিবাদে গোয়ালন্দ ঘাট রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মে (৩১ অক্টোবর) শনিবার বিকাল ৩টায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা।

[৩] জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে হঠাৎ বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের ম্যানেজার ফোনের মাধ্যমে গোয়ালন্দ ঘাট ষ্টেশন মাষ্টার কে জানায়, আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেন টি গোয়ালন্দ ঘাট টু রাজশাহীর পরিবর্তে ফরিদপুরের ভাংঙ্গা টু রাজশাহী চলাচল করবে। এর পর থেকে আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেন টি গোয়ালন্দ ঘাট ষ্টেশনে আসেনি। ১৯৯৬ থেকে আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেন টি এ রুটে চলাচল করছে । হঠাৎ করে আন্ত:নগর ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহী গামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে দেখা যায়।

[৪] মানববন্ধন কর্মসুচিতে দৌলতদিয়া রেল ষ্টেশন আবাসিক বোডিং ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম, হোটেল ব্যবসায়ী সোহানুর রহমান খান, ঔষধ ব্যবসায়ী মোজাম্মেল হক, মো. রইচ উদ্দিনসহ অনেকেই গোয়ালন্দ ঘাট টু রাজশাহীর আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেন বন্ধের তীব্র প্রতিবাদ জানান।

[৫] অপর দিকে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন ফরিদপুর ও মাগুরা সফরে যাওয়ার পথে সকাল ১১টায় দৌলতদিয়া ফেরি ঘাটে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান্ োহয়। এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্ধ পুনরায় আন্ত: নগর মধুমতি এক্সপ্রেস ট্রেন টি গোয়ালন্দ ঘাট টু রাজশাহী চালু করার দাবি জানান। দাবির প্রেক্ষিতে রেলমন্ত্রী পুর্বের ন্যায় আন্ত:নগর ট্রেন টি এ রুটে চলাচল করবে বলে আশ্বাস দেন।

[৬] এ বিষয়ে গোয়ালন্দ ঘাট রেলওয়ে ষ্টেশন মাষ্টার মো. আ. জলিল বলেন, গতকাল এ ব্যাপারে পাকশী রেলওয়ের বিভাগীয় ম্যানেজার রাতে হঠাৎ ফোনের মাধ্যমে জানিয়েছেন আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি গোয়ালন্দ ঘাট টু রাজশাহীর পরিবর্তে ফরিদপুরের ভাংঙ্গা টু রাজশাহী চলাচল করবে। তবে ট্রেন টি হঠাৎ এ রুটে বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়