শিরোনাম

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটিশ রাজপরিবারে ‘হাউসকিপিং’এর চাকরি, বেতন প্রায় কোটি টাকা

রাশিদুল ইসলাম : [২] ব্রিটিশ রাজপরিবারের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে কাজটা হাউজকিপিংয়ের অর্থাৎ ঘরের দেখাশোনা করার লোক খুঁজছেন তারা। সপ্তাহে পাঁচদিন কাজ করতে হবে তাদের উইন্ডসোর কাসলে। পাঁচদিন ঠিকঠাক কাজ করলেই নগদ ভারতীয় মুদ্রায় ১৮ লাখ ৫০ হাজার ৯৯৪ রুপি। কাজ মনে ধরলে বিশেষ সুযোগ সুবিধাও মিলবে বিস্তর। টাইমস অব ইন্ডিয়া

[৩] চাকরির শুরুতেই একটা প্রশিক্ষণ নিতে হবে ১৩ মাসের। এরপর পার্মানেন্ট টিমের সঙ্গে কাজ করা যাবে। ঘরের প্রতিটা জিনিস প্রতিদিন পরিষ্কার করা, খেয়াল রাখা এবং যত্ন নেওয়ার কাজটাই শুরুতে করতে হবে। এরপর ভারী কাজ। দায়িত্বও বাড়বে। রাজপ্রাসাদে কাজের সুযোগ পেলে ভবিষ্যতেও যে তারা লাভবান হবেন এমনটাও জানানো হয়েছে ওয়েবসাইটে।

[৪] হাউজকিপিংয়ের চাকরি হলেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে। ঘরদোর সামলে রাখার পাশাপাশি অতিথিদের অপ্যায়ণের ব্যবস্থা করতে হবে। আবেদনকারীর অবশ্যই ইংরেজিটা ভাল করে জানতে হবে। অঙ্কে ডিগ্রি থাকাও প্রয়োজন। কিছু ছাড়ও আছে। যদি কেউ কাজে পটু হন, কিন্তু তেমন কোনও ডিগ্রি নেই, তাহলে তাদেরকে পরবর্তীতে পড়াশোনার সুযোগও দেওয়া হবে।

[৫] খাবারের ব্যবস্থা রাজবাড়িতেই থাকবে। আলাদা করে খাওয়ার খরচ করতে হবে না। যাতায়াতের জন্য যেটুকু টাকা খরচ হয়, সেটাও দিয়ে দেওয়া হবে মাইনের সঙ্গে। বছরে ৩৩ দিন ছুটি মিলবে। পেনশনের ব্যবস্থাও রয়েছে।

[৬] ওয়েবসাইটে বলা আছে কখনও উইন্ডসোর, কখনও বা বাকিংহাম প্যালেসে কাজ করতে হতে পারে। প্রতিদিন সময়মতো উপস্থিতি, মনোযোগ দিয়ে কাজ করার দিকেই যেন ঝোঁক থাকে। নতুন কাজ শেখার প্রচুর সুযোগ দেওয়া হবে। তবে সব কাজ সময়মতো শেষ করা চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়