লাইজুল ইসলাম: [২] আমেরিকা, ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন কোম্পানিকে কাভিড-১৯ ভ্যাকসিন তৈরির জন্য অর্থ সহায়তা দিয়েছে। অনুদান নেয়া ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ঘোষণা দিয়েছে যারা অনুদান দিয়েছে তাদেরকে আগে ভ্যাকসিন দিবে।
[৩] বাংলাদেশের গ্লোব বায়োটেক ভ্যাকসিন তৈরি প্রক্রিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় রয়েছে। তারা ইতোমধ্যে প্রাণিদেহে তাদের ভ্যাকসিন প্রয়োগ করে সফলতাও পেয়েছে। এখন মানবদেহে ভ্যাকসিন প্রয়োগের সরকারি অনুমতির অপেক্ষায় রয়েছে। তবে এই কার্যক্রমে প্রচুর টাকার প্রয়োজন। স্বাস্থ্য মন্ত্রী সহযোগিতার কথা বলেছেন। প্রধানমন্ত্রীও বলেছেন কেউ ভ্যাকসিনের ফর্মূলা বিক্রি করতে চাইলে তা কেনা হবে।
[৫] স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান বলেন, সরকার দুই ভাবে গ্লোব বায়োটেককে সহযোগিতা করতে পারে। টিকা কার্যক্রম চালাতে অনুদান দিতে পারে। এতে টিকা কার্যকর হলে বাংলাদেশ আগে পাবে। সরকার তো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সহযোগিতা করেই আসছে। সেই হিসেবে সহজ শর্তে লোন পেতেই পারে গ্লোব বায়েটেক।
[৬] জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রশিদ ই মাহবুব বলেন, ভ্যাকসিন পাওয়া দিয়ে আমাদের কথা। যারা এগিয়ে থাকবে তাদেরকেই সরকার অর্থায়ন করবে। যদি সরকার মনে করে গ্লোব তাদের ভ্যাকসিন ব্যানকোভিড নিয়ে এগিয়ে যেতে পারবে, ভ্যাকসিন কার্যকরি হবে। তবে এখানে ইনভেস্ট করতে পারে। [৭] গ্লোব বায়োটেকের চেয়ারম্যান ড. হারুনুর রশিদ বলেন, আমরা সরকারের কাছ থেকে ব্যানকোভিডের জন্য টাকা লোন নিবো না। তবে সরকার যদি আমাদের কার্যক্রম পরিচালনার জন্য অনুদান দেয় আমরা তা নিবো। পৃথিবীর বিভিন্ন দেশ যেভাবে অনুদান দিচ্ছে আশাকরি সরকারও আমাদের সেভাবে অনুদান দিবে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু