শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী চারমাসে চারটি সিরিজ নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: [২] চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে সফর স্থগিত হয়ে যায়। স্থগিত হওয়া এই সফরের নতুন করে সূচি জানালো পিসিবি।

[৩] সবার আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজট আগামী ২৭ নভেম্বর শুরু হবে। শেষ হবে ৯ ডিসেম্বর। এরপর শ্রীলংকা যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। তারা খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২৬ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি টেস্ট দুটি খেলবে তারা।

[৪] অস্ট্রেলিয়া তিন ম্যাচের টেস্ট খেলবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। এরপর সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে পাকিস্তান। এপ্রিলে তারা খেলবে তিনটি করে ওয়ানডে এবং টি-২০। এর বেশি অবশ্য জানা যায়নি।

[৫] দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘প্রোটিয়া সফরে আসতে ইংল্যান্ড, শ্রীলংকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তান রাজী হয়েছে। তারা আমাদের ক্রিকেট ফেরাতে সহায়তা করবে বলে জানিয়েছে। অনুশীলন সেশন এবং ম্যাচগুলো সরকারের নির্দেশনা মেনে বায়ো বাবলে আয়োজন করা হবে। সেখানে দর্শক ঢুকতে দেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়