শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে হাসপাতালে প্রসূতি রোগীর পেটে গজ রেখেই সেলাই, চিকিৎসকরে থানায় মামলা

গাজীপুর প্রতিনিধি: [২] জেলার টঙ্গী ক্যাথারসিস মেডিকেল সেন্টার লি.হাসপাতালে এক প্রসূতির পেটে গজ রেখেই সেলাই করার অভিযোগ পাওয়া গেছে। পরে প্রসূতি মাহমুদা আক্তারকে (২৬) গুরুত্বর অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর অপারেশন করে পেট থেকে গজ বের করা হয়।

[৩] এ ঘটনায় বুধবার রোগীর স্বামী আলকাছ উদ্দিন আহাম্মেদ বাদী হয়ে হাসপাতালের চেয়ারম্যান রুহুল আমিন ও ডা. আহসানা আক্তার তারাকে আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করছেন।

[৪] আলকাছ উদ্দিন আহাম্মেদ জানান, গত ১৮ আগস্ট তার স্ত্রী মাহমুদা আক্তারের প্রসব ব্যথা দেখা দিলে টঙ্গীর শিলমুনস্থ ক্যাথারসিস মেডিকেল সেন্টার লিঃ নামক হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার সাথে সাথে কর্তব্যরত চিকিৎসকরা নরমাল ডেলিভারির চেষ্টা না করে দ্রুত সিজার অপারেশনের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করার পরামর্শ দেন। অন্যথায় রোগীর অবস্থা খারাপ হবে বলে ভয়-ভীতি দেখান। একপর্যায়ে নিরুপায় হয়ে রোগীর স্বজনরা সিজারের মাধ্যমে ডেলিভারি করার জন্য রাজি হয়। ওইদিন বিকালে ডা. আহসানা আক্তার তারা রোগীর অপারেশন করলে একটি কন্যা সন্তান ভূমিষ্ট হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গত ২০ আগস্ট প্রসূতি মা ও তার সদ্যজাত কন্যা শিশুকে নিয়ে পূবাইলের মেঘডুবি গ্রামে চলে যান। বাড়িতে যাওয়ার কিছুদিন পর সিজার অপারেশনের সেলাই স্থানে ইনফেকশন দেখা দিলে পুনরায় ক্যাথারসিস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা রোগ নির্ণয় না করে শুধু ড্রেসিং করে বিদায় করেন। এরপর মাহমুদা সোমবার গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানকার চিকিৎসক ডা. কিবরিয়া অপারেশন করে পেটের ভেতর থেকে গজ (নেকরা) বের করেন। বর্তমানে রোগীর অবস্থা আশঙ্কাজনক।

[৫] ক্যাথারসিস হাসপাতালের চিকিৎসক ডা. আহসানা আক্তার তারার সঙ্গে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

[৬] হাসপাতালের চেয়ারম্যান রুহুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ তার মুঠোফোনের নাম্বার দিতে অপারগতা প্রকাশ করেন। পরে অভিযুক্ত হাসপাতালের সহকারী ব্যবস্থাপক (ডিজিএম) আলি আহাম্মেদ বলেন, আমরা বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। থানা থেকে এখনও এ বিষয়ে আমাদেরকে অবগত করা হয়নি। বিষয়টি আমরা মিটিং ডেকে চিকিৎসকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারবো। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়