শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকায় ১০ কোটি টাকা মূল্যের ৮ একর বনভূমি উদ্ধার

আবুল বাশার : [২] ময়মনসিংহ ভালুকা রেঞ্জের ঝালপাজা মৌজার ২০৮ দাগে ০৬ কোটি টাকা মূল্যের ০৬ একর ও জামিরদিয়া মৌজায় ১৩৪ নং দাগে ০৪ কোটি টাকা মূল্যের প্রায় দুই একর বনভূমি উদ্ধার ও বাশিল মৌজায় ২১৩ নং দাগে জবরদখল প্রক্রিয়া প্রতিহত করেছে স্থানীয় বনবিভাগ।

[৩] বনবিভাগ সূত্রে জানা যায়, বুধবার দিনব্যাপী ভালুকা রেঞ্জ অফিসারের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে এসব বনভূমি উদ্ধার করা হয়। ঝালপাজা মৌজায় ২০৮ দাগে দির্ঘদিন যাবৎ স্প্রাইডার গ্রুপ ছয় কোটি টাকা মূল্যের ০৬ একর বনভূমি জবরদখল করে রাখে। অপর দিকে জামিরদিয়া মৌজায় ১৩৪ নং দাগে বে-লিজিং ইনভেস্টম্যান লিমিটেড ০৪ কোটি টাকা মূল্যের প্রায় দুই একর বনভূমি জবরদখল করে রাখে,বেদখল হওয়া বনভূমি উদ্ধার করে বনবিভাগের সাইনবোর্ড টানিয়ে দেয়া হয় এবং বাশিল মৌজায় ২১৩ নং দাগে জবরদখল প্রক্রিয়া প্রতিহত করা হয়।

[৪] ভালুকা রেঞ্জ অফিসার মোজাম্মেল হোসেন এর নেতৃত্বে বুধবার সকাল থেকে দিন ব্যাপী বনভূমি উদ্ধার অভিযান করা হয়।এসময় উপস্থিত ছিলেন হবিরবাড়ী বিট কর্মকর্তা মোঃ দেওয়ান আলী, মল্লিকবাড়ী বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হাজিরবাজার ক্যাম্প ইনচার্জ মোস্তাফিজুর রহমানসহ সকল বিটের ষ্টাফ উচ্ছেদ অভিযানে অংশ নেয়।

[৫] ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, যাদের দখলেই বনভূমি রয়েছে সবাইকেই আইনের আওতায় আনা হবে আমাদের এই উদ্ধার অভিযান অব্যহত থাকবে এবং পর্যায় ক্রমে সকল বনভুমি উদ্ধার করা হবে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়