শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংবাদ সম্মেলনে বার্তোমেউ, বার্সেলোনা থেকে পদত্যাগের সিদ্ধান্তে বোর্ড ও আমি খুশি

স্পোর্টস ডেস্ক: [২] সব প্রতিকূলতা সামলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন জোসেপ মারিয়া বার্তোমেউ। কিন্তু নিজের পরিকল্পনায় এক দিনও অটল থাকতে পারেননি তিনি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন ৫৭ বছর বয়সী এই ব্যবসায়ী। অনাস্থা ভোটের আগে একরকম বাধ্য হয়ে সরে দাঁড়াতে হলেও নিজের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

[৩] মঙ্গলবার বার্তোমেউয়ের সঙ্গে বার্সেলোনা বোর্ডের বাকি পরিচালকরাও পদত্যাগ করেন। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের বিতর্কে জড়িয়ে কোণঠাসা হয়ে পড়া এই কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তাতে বোর্ড ও আমি উভয়েই খুশি।

[৪] টানা ছয় বছর বার্সার দায়িত্বে থাকা বার্তোমেউ অনেকবার পড়েছেন সমালোচনার মুখে। তবে গত চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে কাতালানরা ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর এর তীব্রতা বাড়ে বহুগুণে। এক যুগে প্রথমবারের মতো শিরোপাবিহীন মৌসুম শেষ করার পাশাপাশি লিওনেল মেসির [৫] ক্লাব ছাড়ার ঘোষণা ও তা নিয়ে টানাপোড়েন, আর্থিক অস্বচ্ছলতাসহ নানান কারণে ভীষণ চাপে ছিলেন তিনি। কিন্তু কোনো কিছুতেই পিছু না হটে পদত্যাগের সিদ্ধান্তে অনড় ছিলেন বার্তোমেউ। এরপর মাঠে নামে বার্সেলোনা সমর্থকরা। তারা মেয়াদ শেষের আগেই বার্তোমেউকে সরাতে শুরু করে স্বাক্ষর সংগ্রহ। সেখানে প্রায় ২০ হাজার বার্সা সদস্য অনাস্থা ভোট আয়োজনের পক্ষে মত দেয়।

[৬] প্রাথমিক পরিকল্পনা অনুসারে, আগামী সপ্তাহে বার্তোমেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের পরিকল্পনা ছিল। তবে এর আগেই পদত্যাগ করেছেন তিনি। ফলে নতুন সভাপতি নিয়োগের জন্য আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাছাড়া, নতুন কার্যনির্বাহী বোর্ড নিয়োগের আগে সাময়িকভাবে একটি ম্যানেজমেন্ট বোর্ড ক্লাবের সার্বিক বিষয় তত্ত্বাবধান করবে। - মার্কা/ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়