শিরোনাম

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১৪৯৩, সুস্থ ১৬১০

লাইজুল ইসলাম : [২] বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] কোভিডের ২৩২ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১১১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৩৫৭ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৯৬ হাজার ৩২১ জন। মোট শনাক্ত ৪ লাখ ৩ হাজার ৭৯ জন। মোট মারা গেছেন ৫৮৬১জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৭৩৩ জন।

[৪] ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৮শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৩২শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৫১৩ জন (৭৭ দশমিক শূন্য এক শতাংশ) এবং নারী এক হাজার ৩৪৮ জন (২২ দশমিক ৯৯ শতাংশ)।

[৫] বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব দুজন এবং ষাটোর্ধ্ব ১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃতদের ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে পাঁচজন, খুলনা একজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন।

[৬] উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়