শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নন্দীগ্রামে অসামাজিক কাজে লিপ্ত থাকায় নারীসহ গ্রেপ্তার ৪

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে অসামাজিক কাজে লিপ্ত থাকায় নারীসহ ৪ জন গ্রেপ্তার হয়েছে। উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম সোনারপাড়া থেকে ২ নারী ও ২ খদ্দেরকে থানা পুলিশ গ্রেপ্তার করে ২৯০ ধারায় কোর্ট হাজতে প্রেরণ করে।

[৩] বুধবার (২৮ অক্টোবর) থানা পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে।

[৪] জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম সোনারপাড়ার একটি বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ২ নারীসহ ৪ জনকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। এরপর থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

[৫] গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার দাসগ্রাম সোনারপাড়ার ফরিদ উদ্দিনের স্ত্রী শিরিন বেগম (৩৫), রণবাঘার আব্দুর রউফের কন্যা রুপা খাতুন (২০), শাজাহানপুর উপজেলার কৈগাড়ীর আবু জাফরের ছেলে বেলাল হোসেন (২৩) ও সিংড়া উপজেলার হাটমুরশুনের জুল-হাফেজ উদ্দিনের ছেলে সবুজ মিয়া (২৮)।

[৬] মঙ্গলবার পুলিশ তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে।

[৭] স্থানীয়রা জানায়, দাসগ্রাম সোনারপাড়ার ফরিদ উদ্দিনের বাড়িতে তাঁর স্ত্রী শিরিন বেগম দীর্ঘদিন ধরে ভাড়াটে নারী দিয়ে দেহ ব্যবসা চালিয়ে আসছিলো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়