শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্ত রোগীর প্রাণহানির ঝুঁকি কমায় অ্যাসপিরিন : যুক্তরাষ্ট্রের গবেষণা

দেবদুলাল মুন্না:[২] গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্কুল অব মেডিসিনের বিশেষজ্ঞরা। তারা জানান, কোভিড-১৯ জনিত মারাত্মক স্বাস্থ্যগত সমস্যা এড়াতে নতুন দিগন্ত যোগ করতে পারে এ আবিষ্কার। তবে আরও অনুসন্ধানের আগে বিষয়টি নিয়ে অতি-উৎসাহ না দেখাতে সতর্ক করেছেন তারা। ডেইলি মেইল

[৩] গবেষকরা দেখেন যে, রোগীদের মধ্যে যারা দৈনিক স্বল্পমাত্রায় অ্যাসপিরিন জাতীয় ওষুধ গ্রহণ করেছেন- তাদের গুরুতর অসুস্থ হয়ে আইসিইউ'তে ভর্তি হওয়া বা শ্বাস-প্রশ্বাসের জন্য ভেন্টিলেটর যন্ত্রের সাহায্য নেওয়ার পরিমাণ ৪০ শতাংশের বেশি কমে।

[৪] গুরুতর কোভিড রোগীদের অনেকের দেহের শিরা ও ধমিনীতে রক্ত জমাট বাঁধতে দেখা যায়। মেরিল্যান্ডের বিশেষজ্ঞরা মনে করছেন, রক্ত জমাট বাধা হ্রাসের এই গুণটির কারণেই কোভিড-১৯ রোগীর জন্য উপকারী হয়ে উঠেছে অ্যাসপিরিন।

[৫] টিবিএস বার্তা সংস্থা জানায়, গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে মাত্র ২৫ শতাংশ ছিলেন দৈনিক ও স্বল্পমাত্রায় (৮০ মিলিগ্রামের কম) অ্যাসপিরিন সেবনকারী। তাদের আইসিইউ'তে যাওয়ার পরিমাণ ছিল ৪৩ শতাংশ কম। পাশাপাশি নিয়মিত অ্যাসপিরিন গ্রহণ হাসপাতালে অবস্থানকালে তাদের মৃত্যুঝুঁকি ৪৭ শতাংশ হ্রাস করে। আর ভেন্টিলেটরে যাওয়া কমায় ৪৪ শতাংশ।

[৬] অ্যাসপিরিন বিশ্বব্যাপী একটি সহজলভ্য ওষুধ। সুপার মার্কেট বা মুদি দোকান সবখানেই মেলে সহজে। মাংসপেশীর চোট, সর্দি বা ফ্লু এবং আর্থ্রাইটিস দ্বারা সৃষ্ট সামান্য মাথাব্যথা, জ্বর এবং প্রদাহ দূর করতে ব্যবহৃত হয় অ্যাসপিরিন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়