শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাণীশংকৈল হাসপাতালে প্রসূতিকে লাঞ্চিতের ঘটনায় তদন্তকালে বিবাদীকে পেটালেন তদন্ত কমিটির প্রধান

আনোয়ার হোসেন: [২] ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) এ চিকিৎসাধীন প্রসূতি ও তার স্বামীকে তুচ্ছ ঘটনায় পরিচ্ছন্নতাকর্মি কর্তৃক মারপিটের ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটির প্রধানের দাড়া এবার মারপিটের স্বীকার হয়েছেন অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মি।

[৩] মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

[৪] এর আগে গত ৭ অক্টোবর পৌরশহরের দোশিয়া গ্রামের নাট্যকর্মি জালাল উদ্দীন জিল্লুর তার স্ত্রীর প্রসব বেদনা উঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় জিল্লুর ও তার স্ত্রী নুরেফা খাতুনকে (৩৫) তুচ্ছ ঘটনায় হাসপাতালে প্রকাশ্যে মারপিট করার অভিযোগ তোলা হয় হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মি শ্রী আবিরের বিরুদ্ধে।

[৫] এ ঘটনায় জালাল উদ্দীন জিল্লুর বাদী হয়ে এ ঘটনার সঠিক বিচার চেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে এবং ঘটনা তদন্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ আলমকে প্রধান করে এবং মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মুনিমকে সদস্য সচিব ও স্যানেটারী ইন্সপেক্টর সারোয়ার আলমকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

[৬] ঘটনার বাদী জিল্লুর জানান, তদন্তের শুরু থেকে কমিটির প্রধান ডাঃ ফিরোজ তদন্তের নামে ঘটনাটি ধামাচাপা দেয়ার পায়তারা করেন। এরই ধারাবাহিকতায় হঠাৎ করে আমার স্ত্রীকে তদন্ত কমিটির রুমে ডেকে নিয়ে জানতে চান আপনি পরিচ্ছন্নতাকর্মি আবিরের কি শাস্তি চান প্রশ্নে আমার স্ত্রী বলেন, আপনারা ঘটনার দিনই যদি এটা আমার কাছে জানতে চাইতেন তাহলে হতো, আজ কেন? সেদিন যদি তাকে ধমক দিয়ে আমার কাছে ক্ষমা চাওয়াতেন তাহলে হতো। এ সময় হঠাৎ করে ডাঃ ফিরোজ অভিযুক্ত আবিরকে ডেকে নিয়ে বাদীর সামনেই গালে এবং পিটে দু-চারটি চড় থাপ্পর দেন এবং আমার স্ত্রীর কাছে আবিরকে ক্ষমা করে দিয়েছেন মর্মে কাগজে স্বাক্ষর করে নেন।

[৭] জিল্লুর জানান, সে মেয়ে মানুষ তেমন কিছু বুঝে না, আমিও ভুক্তভোগী আমাকে কেন তদন্ত কমিটি বাইরে রেখে এমন ঘটনা ঘটালো তা আমি বুঝিনি। তিনি আরো অভিযোগ করে বলেন, শুনেছি তদন্ত কমিটির প্রধান মোটা অংকের উৎকোচের বিনিময়ে এমনটি করেছেন।

[৮] জিল্লুরের স্ত্রী নুরেফা জানান, আমার কাছে মনে হয়েছে তদন্তের নামে গ্রাম্য শালিস করেছে ডাঃ ফিরোজ।

[৯] নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির এক সদস্য জানান, তদন্তের নামে এটি কি করা হলো আমি বুঝলাম না। তদন্তে আমাদের কোনো কথার গুরত্ব দেয়নি কমিটির প্রধান ডাঃ ফিরোজ আলম। হঠাৎ করেই ঘটনার বাদীর স্ত্রীর সামনে অভিযুক্ত আবিরকে ডেকে চড় থাপ্পর দিয়ে তদন্তের সমাপ্তি করেন তিনি।

[১০] মঙ্গলবার (২৭অক্টোবর) রাতে মুঠোফোনে অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মি আবিরের প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই না। কারণ আমার কর্মকর্তারা যা ভালো বুঝেছে সেটা করেছে।

[১১] জানতে চাইলে, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তদন্ত কমিটির প্রধান ডাঃ ফিরোজ আলম ঘটনার সত্যতা শিকার করে বলেন, বিষয়টি সমাধানের জন্য বাদীর কথার ভিত্তিতে শাস্তি স্বরুপ আবিরকে একটু শাসন করা হয়েছে।

[১২] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী মুঠোফোনে জানান, ঘটনাটি আমি জানি না। তবে তদন্তের সময় মারপিট করাতো যাবে না।

[১৩] জেলা সিভিল সার্জন ডাঃ মাহাফুজার রহমান সরকার এ ব্যাপারে মুঠোফোনে বলেন, তদন্তের সময় তদন্ত কমিটি বাদী-বিবাদীকে মারধর করতে পারে না। তাদের কাজ হলো তদন্ত করা। বিষয়টি আমি দেখবো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়