শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে আক্রান্ত হয়ে মধুখালী উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

এস.এম আকাশ: [২] ফরিদপুরের মধুখালী উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ মধুখালী উপজেলা শাখার সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু (৫৭) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

[৩] বুধবার (২৮ অক্টোবর) রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩পুত্রসহ বহু সমর্থক ও গুনাগ্রাহী রেখেগেছেন।

[৪] ২৫ অক্টোবর জ্বর কাঁশি ও ডায়াবেটিস রোগে অসুস্থ হলে তাঁকে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর করোনাসহ অন্যান্য পরীক্ষা দিলে তার শরীরে করোনা পজিটিভ আসে।

[৫] স্বজনরা জানান, রোববার তাঁর অবস্থা মারাত্মক অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তিনি করোনা ছাড়াও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন।

[৬] তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান, সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুল, মধুখালী উপজেলা আওয়ামী লীগ, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, মধুখালী প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছেন।

[৭] বুধবার (২৮ অক্টোবর) বাদ আসর মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে আখচাষী মহিলা ডিগ্রী কলেজের পাশে মধুখালী কেন্দ্রীয় কবরস্থানে লাশ দাফন করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়