শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান : লোক নেই, কোলাহল নেই, হাকডাক নেই– শুধু খিদে আছে

কামরুল হাসান :  দুই ছড়ি কলা, কিছু পাউরুটি, পানির বোতল আর পলিথিনে রাখা কয়েক প্যাকেট সিগারেট। পুঁজি এটুকুই। ছাদ বলতে মাথার ওপরে হেমন্তের আকাশ। তাই নিয়ে পাঁচতারা হোটেল সোনারগাঁওয়ে দোকান সাজিয়েছে পারভিন।

পারভিনের অবশ্য এত দামি হোটেলে প্রবেশাধিকার নেই। তার অধিকার হোটেলের প্রাচীর অব্দি। প্রাচীরের ফোকরই তার দোকানের তাক, সেই তাকেই পণ্য সাজানো । হোটেলের ভেতরে সৌদি আরবগামী টিকেট প্রত্যাশি মানুষের ভিড়, দামি হোটেলের জিনিসপত্র কিনে খাওয়ার সাধ্য তাদেরও নেই। এক্ষেত্রে পারভিনই ভরসা। প্রতিদিন সকালে এসে প্রাচীরের ফাঁকে ফাঁকে পণ্য সাজিয়ে বসে থাকে পারভিন। মানুষ খাবে, তারও খাওয়া জুটবে।


অফিস থেকে বাড়ি ফেরার পথে রোজই পারভিনকে দেখি। আজ জানতে চাইলাম করোনার সময় যখন কাজকর্ম ছিল না, কী করে সংসার চলেছে? পারভিন বলল, শেষের দিকে ধার দেনা করেছে। সেটা শেষ হওয়ার পর না খেয়ে কাটিয়েছে। পেটে খাবার না থাকায় শোবার ঘরটাকে তার কবরখানা মনে হতো, যেন কত কাল শুয়ে আছে। আর শহরটা মনে হতো ‘বন্ধ কারখানা’। লোক নেই, কোলাহল নেই, হাকডাক নেই– শুধু খিদে আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়