শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিপু তৌহিদুল: রাজনৈতিক নেতার চাইতে তাদের দলদাসেরা খুব দুষ্টু হয় চোখে ঠুলি পরে থাকার কারণে

দিপু তৌহিদুল: সিনিয়র রাজনৈতিক নেতার সাথে তার নিজ দলের বিভিন্ন পদেক্ষেপ ত্রুটি নিয়ে আলোচনা করতে পারবেন, কিন্তু একই দলের সমর্থকের সাথে এটা করতে গেলে সে আপনার গলা চেপে ধরে মেরে ফেলতে চাইবে। রাজনৈতিক নেতার চাইতে তাদের দলদাসেরা খুব দুষ্টু হয় চোখে ঠুলি পরে থাকার কারণে। মাঝে মাঝে আড্ডায় যখন এসব দলান্ধদের ফেস করি, তখন সময় মতন একটি মাত্র কমন প্রশ্ন করি, ‘ভাই আপনার সমর্থিত রাজনৈতিক দলের কোন পোস্ট হোলড করে আছেন? ‘তখন আমতা আমতা করে এরা উত্তর না দিয়ে কথা ঘুরিয়ে নেয় গলাবাজি করতে করতে। দলান্ধদের নিয়ে খেলায় আলাদা মজা রয়েছে, কিন্তু খুব সাবধানে খেলতে হবে, যাতে তাদের হার্ট এটাক না ঘটে। আলোচনার সময় আপনাকে মাথা ঠাণ্ডা করে সঠিক তথ্য যুক্তি দিয়ে কথা বলতে হবে এবং দলান্ধকে উত্তেজিত করতে হবে মেপে মেপে। দলান্ধ যখন তারস্বরে চেঁচামেচি জুড়ে দেবে, তখন আপনি চুপ করে থাকবেন। যেই দলান্ধ ঠাণ্ডা লোহার কাছাকাছি চলে আসবে, তখনই পুনরায় তাকে সঠিক যুক্তির নতুন উচিত তীর ছুড়ে দেবেন, এতে করে দলান্ধ নতুন করে স্টেজ শো দেবেই। তবে এই দুষ্টু দুষ্টু খেলায় দলান্ধের ব্লাড প্রেসার তার মুখের এক্সপ্রেশন দেখে নিয়ে হিসেব কষে কষে পাঞ্চ কষাবেন।

বন্ধুদের বাসায় প্রাইভেট যে দাওয়াতে দলান্ধ থাকে সেই দাওয়াত আমার কাছে সব চাইতে উপভোগ্য আর ভাবীদের জন্য আতঙ্কের। খাওয়ার আগে ব্যায়াম আমার খুব পছন্দ, তাই ধীরে ধীরে দলান্ধ বা দলদাসকে উত্তেজিত করে তুলি। দলান্ধ যখন চেঁচায় আমি তখন স্মিত হাসি হাসি উপভোগ করি তার অযৌক্তিক কথার খিস্তি। যে সময় দলান্ধ লাফায় সে সময় আমি অমি অন্যদের সাথে নাস্তা চিবাই মনের সুখে। যেই-ই দলদাসের উত্তেজনা কমে আসে সেই পুনরায় আবার উত্তেজিত করে তোলার দায়িত্ব আমার। আমি হয়তো অন্য রুমে গিয়েছে কিন্তু দলান্ধর লাউড আওয়াজ পাচ্ছি না, সাথে সাথে বিচলিত হয়ে পুনরায় আসরে ঢুকে দলান্ধকে উত্তেজিত হতে সহায়তা করি রিলিফ দেয়ার মতন করে। মাঝে মাঝে ভাবীরা অনুরোধ করেন ‘প্লিজ দিপু ভাই আপনি অমুক ভাইরে আর চেতাইয়েন না, যদি হার্টএটাক করে। ‘আমি তখন তাদের আশ্বস্ত করে বলি কাছের বেস্ট হাসপাতালে নিয়ে যাবো এ্যাম্বুলেন্স ছাড়া। দলান্ধ দলদাসেরা বেঁচে থাকুক আমায় উমদা আনন্দ দেয়ার জন্য এটাই আমি চাই, ওরা না থাকলেই আমি বরং বোর হয়ে যাবো । ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়