শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ০১:৪৮ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় উলামা পরিষদের মানববন্ধনে ফ্রান্সের সব পণ্যবর্জনের ডাক

আব্দুম মুনিব: [২] রাষ্ট্রীয় পৃষ্ঠাপোষকতায় ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন করেছে বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদ। মঙ্গলবার বিকালে কুষ্টিয়া কেন্দ্রিয় মসজিদের সামনে এনএস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে যানবাহন ও পায়ে হেটে মানববন্ধন স্থলে আসে তৌহিদি জনতা।

[৩] এদিকে উলামা পরিষদের নেতৃবৃন্দরা জানান, মানববন্ধনের পূর্বে তাদের মাইক কেরে নেওয়াসহ উলামা পরিষদের নেতৃবৃন্দকে বিভিন্ন ভাবে বাধা প্রদান করেছে পুলিশ। দেখা যায় সব কিছু উপেক্ষা করে হাজারো তৌহিদি জনতা মানববন্ধনে অংশ নেয়। বড় মসজিদ এলাকা এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। মানববন্ধনে বক্তব্য রাখেন বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদ, সহ-সভাপতি মাওলানা আবু দাউদ, মহাসচিব মাওলানা রেজাউল করিম প্রমুখ।

[৪] মুফতি আব্দুল হামিদ তার বক্ত্যবে বলেন, ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বমুসলিমকে উস্কে দিয়ে বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। ফ্রান্সের ধর্মবিরোধী এ অবমাননা বিশ্বমুসলিম নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।

[৫] তিনি আরো বলেন, ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়বে। তিনি বলেন, মুসলমানরা তাদের নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। মহানবীর অপমান মুসলমানরা সহ্য করবে না। অবিলম্বে সরকারিভাবে ফ্রান্সের এই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান জানান উলামা পরিষদের এই নেতা।

[৬] অন্যথায় মুসলমানদের পক্ষে অবস্থান নিতে ব্যর্থ হলে দেশবাসী সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে বলে হুশিয়ারী উচ্চারন করেন। তিনি পুলিশ প্রশাসনকে উদেশ্য করে বলেন, আপনারা কুষ্টিয়াতে নবীপ্রেমীদের দূর্বল ভাববেন না, উলামা পরিষদের নেতৃবৃন্দ কোন সহিংসতার সাথে জড়িত না, তারা সব সময় শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি করে। যদি শান্তিপূর্ণ কর্মসুচিতে কোন বাধা আসে তবে জেলার অর্ধ লক্ষ ওলামা মাশায়েখ এবং ছাত্ররা রাস্তায় নামতে বাধ্য হবে। তিনি ফ্রান্সের সব পণ্যবর্জন করার আহবান জানান। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়