শিরোনাম

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাকা হাতিয়ে নেওয়া প্রতারকদের প্যাকেজে যা থাকে

ইসমাঈল ইমু: [২] এমএলএম ব্যবসায়ের নামে প্রতারণা করে ১ হাজার ৪২৭ জনের কাছ থেকে ছয় কোটির বেশি টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তারকৃতরা হলেন-গাজী মহিউদ্দীন (২৭),আনিছুর রহমান (৩৭) ও মো. হারুনুর রশীদ(৩৭)।

[৩] মঙ্গলবার দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার জানান, সিআইডির কাছে কয়েকজন ভুক্তভোগী জানায় যে, সোপান প্রডাক্ট লি. (এসপিএল) এবং সোপান প্রপার্টিজ লি. নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে একটি প্রতারক চক্র গ্রাহকদের নিকট থেকে গত ৮ মাসে মূলধনসহ ২৫০% টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে সদস্য সংগ্রহ করে এমএলএম ব্যবসা পরিচালনা করে প্রতারণা করে আসছে।

[৪] এমন অভিযোগের ভিত্তিতে সিআইডি ঢাকা মেট্রো উত্তরের একটি টিম অভিযান পরিচালনা করে এই প্রতারক চক্রের মূল হোতা গাজী মহিউদ্দীনসহ ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যপ্রমাণ থেকে জানা যায় গত ছয় মাসে এই চক্রটি ১ হাজার ৪২৭ জন লোকের কাছে একটি ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকের লগইন খুলে সদস্যদের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করে বিভিন্ন প্যাকেজে টাকা বৃদ্ধির প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়