শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০৯:৩৩ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ-নেপাল ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন দর্শকরা

রাহুল রাজ : [২] করোনার ধাক্কা কাটিয়ে খেলোয়াড়রা ফিরেছেন ক্রীড়াঙ্গনে। কিন্তু গ্যালারীতে ছিলেন না দর্শকরা। অবশেষে সেই বাঁধাও উঠে যাচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসছে মাসে নেপালের বিপক্ষে ম্যাচই গ্যালারিতে বসে দেখতে পারবেন দর্শকরা।

[৩] জাতীয় ফুটবল দলের কোচিং স্টাফ ও নেপাল ফুটবল দলের জন্য পাঁচ দিনের কোয়ারেন্টিন চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে।

[৪] নেপাল-বাংলাদেশ প্রীতি ম্যাচকে সামনে রেখে আন্ত:মন্ত্রণালয় বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বাফুফে।

[৫] বাংলাদেশ-নেপাল ফিফা ফ্রেন্ডলি ম্যাচকে ঘিরে আলোচনা-পর্যালোচনা চলছে জোরেশোরে।

[৬] বাড়তি সতর্কতার কারণ কোভিড১৯। কারোনাকালে ফুটবল দিয়েই দেশে আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে। সঙ্গে মাঠে ফিরছে দর্শক।

[৭] নিশ্চিদ্র স্বাস্থ্য সুরক্ষায় দেশের বাইরে থেকে আসা অতিথিদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক। এই ম্যাচ ঘিরে আন্ত:মন্ত্রণালয় বৈঠকে সংশ্লিষ্টদের সহযোগিতা ও করনীয় সম্পর্কে বাফুফে থেকে অবহিত করা হয়েছে, ১০টির বেশি মন্ত্রণালয়ের প্রত্যক্ষ সহযোগিতায় সফল ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে।

[৮] বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৩ ও ১৭ নভেম্বর দুই প্রীতি ম্যাচ ফ্লাড লাইটের আলোয় আয়োজন করতে চায় বাফুফে, সামাজিক দূরত্ব নিশ্চিতে ৮ থেকে ৯ হাজার দর্শকের জন্য ছাড়া হবে টিকিট, এছাড়া বেতার ও টেলিভিশনে খেলা সম্প্রচারের ব্যাপারেও আলোচনা চলছে বলেও জানান বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়