শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্যাকসিন পেতে সময় লাগলেও আশা যোগায় বিভিন্ন দেশ যা প্রথম বলেছিলেন জিওভানি বোকাসিও: স্লাভায় জিজেক

দেবদুলাল মুন্না:[২] যুগোস্লাভান দার্শনিক স্লাভায় জিজেক ‘লিভিং ইন দ্য এন্ড টাইমস’ বইতে ব্ল্যাক ডেথ মহামারীর পরপরই ১৩৫১ সালে জিওভানি বোকাসিও রচিত ‘দি ডেকামেরন’ মাস্টারপিসটি ( ১০০টি গল্পের সংগ্রহ) বিশ্বসাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন বললেও সম্প্রতি বিবিসির রেডিও ফোরকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন। নিউজহাব

[৩] স্লাভায় জিজেক বলেন, আমরা আজ ওষুধ, জেনেটিক্স এবং মহামারীবিজ্ঞান সম্পর্কে প্রচুর পরিমাণে জানি। বিশ্বব্যাপী এই ধরনের সহযোগিতা যে ডব্লিউএইচও এর মত সংস্থাগুলি এত তাড়াতাড়ি সমাধান জানানো তখন এসব কল্পনা ছিল। আধুনিকতা এবং এর যুক্তিবাদী, প্রাকৃতিক আইন সম্পর্কে ‘বৈজ্ঞানিক’ দৃষ্টিভঙ্গি বা বোকাকাসিওর মতো মহান মানবতাবাদীদের চোখে সবেমাত্র ঝলক ছিল, গণতান্ত্রিক নিয়মগুলি অকল্পনীয়।

[৪] তিনি জানান, ব্ল্যাক ডেথ মহামারীর পরপরই ১৩৫১ সালে জিওভানি বোকাসিও রচিত ‘দি ডেকামেরন’ এ মহামারীর সময়ে ইতালির ফ্লোরেন্স থেকে ১০ জন অভিজাত নর-নারীর মুক্তি পেতে পালিয়ে যাওয়ার বর্ণনা দেওয়া হয়েছে। বোকাসিও সেসময়ের বর্ণনায় দেখান যে টিকা আবিস্কারের কথা বলা হলেও তিনবছর লেগেছিল।

[৫] বোকাসিও ১৩১৩ সালে ইতালিতে জন্মগ্রহণ করেন। মারা যান ১৩৭৫ সালে। ব্ল্যাক ডেথ মহামারীর সময় কোয়ারেন্টাইনে থাকার সময়ই এ বিখ্যাত বইটি লেখ শেশ করে যা পৃষ্ঠা সংখ্যা ১৪৯৯।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়