শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০৫:৩৬ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় ট্রাকচাপায় নিহত ২

সাইফুল আরিফ: [২] নেত্রকোনায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাদরাসা শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশা যাত্রী।

[৩] মঙ্গলবার (২৭ অষ্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোনার সদর উপজেলায় বাংলা ইউনিয়নের নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের নয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহতেরা হলেন, সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বাংলা গ্রামের মৃত চান মিয়ার ছেলে অটো রিকশা চালক কমল মিয়া (৩৬)। অন্যজন ঠাকুরোকোনা ইউনিয়নের নোয়ানগর গ্রামের ইউসুফ আলীর ছেলে সতশ্রী সাদিয়া মহিলা মাদরাসার শিক্ষক মুফতি জসিম মিয়া (৩৮)।

[৫] আর গুরুতর আহত তিনজন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

[৬] জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে অটো চালক কমল মিয়া যাত্রী নিয়ে ঠাকুরোকোনা থেকে নেত্রকোনা শহরের দিকে আসছিলেন। নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাংলাবাজারের পশ্চিম পার্শ্বে নয়াপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে।

[৭] এতে ঘটনাস্থলেই অটো চালক কমল মিয়া ও অটো যাত্রী মুফতি জসিম মিয়া মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

[৮] নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার পর এর চালক পলাতক রয়েছে। আর গুরুতর আহত তিনজন নেত্রকোনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়