শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাঙ্গালোরকে বড় ব্যবধানে উড়িয়ে দিল চেন্নাই

রাহুল রাজ : [২] আইপিএলের ৪৪ তম তথা আজ (২৫ অক্টোবর) দিনের প্রথম ম্যাচে কোহলির ব্যাঙ্গালোরকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ধোনির চেন্নাই। গায়কোয়াডদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটে জয় পায় আসর থেকে ছিটকে যাওয়া চেন্নাই।

[৩] ১৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয়েছিল চেন্নাইয়ের। ফাফ ডু প্লেসিস ও রুতুরাজ গায়কোয়াডদ মিলে ৪৬ রানের জুটি গড়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। ২ ছক্কা ও ২ চারে ১৩ বলে ২৫ রান করে ফিরেন প্লেসিস।

[৪] এরপর রায়ডু ও গায়কোয়াডদ মিলে ৬৩ রানের জুটি গড়লে জয়ের আরও দারপ্রান্তে চলে যায় চেন্নাই। ২ ছক্কা ও ৩ চারে ২৭ বলে ৩৯ রান করে রায়ডু ফিরলে ধোনিকে নিয়ে ৮ বল বাকি থাকতেই জয় তুলে নেন গায়কোয়াডদ। ৩ ছক্কা ও ৪ চারে ৫১ বলে অপরাজিত ৬৫ রান গায়কোয়াডদ।

[৫] এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা সাবধানীই করেছিল দুই ওপেনার পাড্ডিকেল ও ফিঞ্চ। যদিও সে জুটি বেশিদূর যেতে পারেনি। দলীয় ৩১ রানে বিদায় নেন ফিঞ্চ। এর কিছুক্ষণ বাদেই ফেরেন পাড্ডিকেলও।

[৬] এরপর ভাল জুটি গড়েন ডি ভিলিয়ার্স ও কোহলি। দুবাইয়ের ¯েøা উইকেটে সাবধানী ব্যাটিং করতে থাকেন অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান। ৩৯ রান করে ডি ভিলিয়ার্স বিদায় নিলে ভাঙে ৮২ রানের জুটি। তবে ৪৩ বলে ফিফটি তুলে কোহলি। যদিও এরপরই আরসিবি অধিনায়ক বিদায় নেন। তার ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে ব্যাঙ্গালোর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়