শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০২:৩৩ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ৮টি বিভাগে ৮০০ স্পটে পর্যটন সুবিধা নিশ্চিত করার সুপারিশ

মনিরুল ইসলাম: [২] বাংলাদেশ পর্যটন করপোরেশন দেশের ৮টি বিভাগে আটশোর বেশি পর্যটন স্পট চিহ্নিত করেছে। ওই সকল স্পটে পর্যটন সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ররিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৩] কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান ও সৈয়দা রুবিনা আক্তার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৪] বৈঠকে জানানো হয়, চলতি ২০২০-২০২১ অর্থ-বছরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অনুকূলে ৮টি বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের অধীনে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৭০ কোটি ২১ টাকা ২১ লক্ষ বরাদ্দ আছে। আলোচনা শেষে গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। এছাড়া বৈঠকে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০১৩’ নিয়ে আগামী বৈঠকে বিস্তারিতভাবে আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

[৫] বৈঠকে আরও জানানো হয়, করোনা পরিস্থিতির কারণে স্থবির অর্থনৈতিক অবস্থা পরিবর্তনে সকল সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করার সিদ্ধান্তের প্রেক্ষিতে গত ৩১ মে হতে বিমানের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালন, সামাজিক দূরত্ব বজায় ও দাপ্তরিক চাহিদা বিবেচনায় রেখে ন্যূনতম কর্মীর মাধ্যমে বিমানের অপারেশনাল কাজ সীমিত আকারে চালু করা হয়। বর্তমানে ফ্লাইট সংখ্যা ক্রমশঃ বৃদ্ধির ফলে অধিক জনবলের প্রয়োজন হচ্ছে। তাই কর্মকর্তা-কর্মচারিদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন ও শারীরিক দূরত্ব রক্ষা করে দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়