শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যারাথন দৌড়ে নারীদের সংখ্যা বাড়ছে, লিঙ্গবৈষম্য দূরের ইঙ্গিত বিশ্বজুড়ে

রাশিদুল ইসলাম : [১] ‘রানরিপিটডটকম’-এর এক সমীক্ষা থেকে জানা যায়, ২০১৮ সালে চীনে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ৫০.২৪ শতাংশ মেয়ে ছিল। ভারতেও দেখা যাচ্ছে একই দৃশ্য। সিনহুয়া/টাইমস অব ইন্ডিয়া

[৩] এবছর কোভিড মহামারীতেও ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় লন্ডন ম্যারাথন দৌড়। সেখানে অংশগ্রহণকারী, ৫২ বছরের ক্রান্তি সালভি জানান, ম্যারাথন দৌড়ে তিনি তার স্বামীকে পিছনে ফেলে দিয়েছেন। তিনি বলেন, আমি একটুও বাড়িয়ে বলছি না। কিন্তু আমি আমার স্বামীর থেকে বহুগুণ দ্রুত দৌড়েছি।

[৪] মুম্বাই ম্যারাথনের প্রোমোটর, বিবেক মিশ্র জানান, এত মেয়েকে একসঙ্গে দৌড়াতে দেখে আমার গায়ে কাঁটা দিয়েছিল। অবাক হয়ে গিয়েছিলাম দেখে। ২০০৪ সালে ম্যারাথনের পুরো দৌড়ে যখন ঠিকমতো অনেকেই যোগদান করছিল না, তখন দিল্লিতে ম্যারাথনের অর্ধেক দৌড়ে প্রতি ২৫ জনের মধ্যে ২০ জন মেয়ে যোগ দিয়েছিল। এমনকি শেষ বেঙ্গালুরুর ম্যারাথনে মেয়েরাই ছিলেন অর্ধেকের বেশি।

[৫] প্রোক্যামের তথ্য বলছে ২০০৪ সালের মুম্বাই ম্যারাথনের উদ্বোধনেই পুরো দৌড়ে ৮৮ জন মেয়ে অংশগ্রহণ করেছিলেন। এক দশকে সংখ্যা বেড়ে দশগুণ হয়েছে। এই বছর জানুয়ারিতে সেই সংখ্যা হয়েছে ৮৫২ জন। ২০১৮ সালে ৫৭৮ জন থেকে এই বছর জানুয়ারিতে বেড়ে হয়েছে ৩৯০৯ জন।

[৬] আইসল্যান্ডে ৫৯ শতাংশ মেয়ে ম্যারাথনে এবার অংশ নেন। আমেরিকা, অষ্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, কানাডায় ৫১ শতাংশ মেয়ে অংশ নেন।

[৭] অন্যদিকে মিনি ম্যারাথনে ২০০৪ সালে ৪২০ জন থেকে সংখ্যা বেড়ে এই বছরে দাঁড়িয়েছে ২৭৯৬ জন। দিল্লির অর্ধেক ম্যারাথনে এর সংখ্যা বেড়েছে ছয়গুণ। ২০১৭ সালের দৌড়ে ৩০৬ জন মেয়ে থেকে বেড়ে ২০১৯ সালে ২০৭৯ জন হয়েছে। তারা জানান, অন্যান্য বছরের তুলনায় মেয়েদের অংশগ্রহণের হার ১০শতাংশ বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়