শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: প্রকৃতি কতো কিছুই যে আমাদের জানাতে চায়, শেখাতে চায়

শওগাত আলী সাগর: [১] শহরের যেকোনো রাস্তা ধরে চলতে গেলেই মনে হয়, কারা যেন রঙিন আলপনায় পুরো শহর- জনপদকে নানা রঙে রাঙিয়ে রেখেছে। রাস্তার দুপাশে সারিসারি রঙিন গাছগুলোকে মনে হয় বাংলাদেশের গ্রামাঞ্চলে বিশেষ কোনো অতিথির আগমন উপলক্ষে রাস্তার দুপাশে রঙিন কাগজের ফুল বানিয়ে তোরণের পর তোরণ সাজিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে। প্রকৃতি কি তাহলে কাউকে অভ্যর্থনা জানাতে এমন বর্ণিলভাবে নিজেকে সাজিয়ে রেখেছে!
[২] কানাডায় এই ঋতুটাকে বলে ‘ফল’। আমরা অনেকটা কাব্য করি বলি ‘পাতা ঝড়ার কাল’। চারদিকেই গাছের পাতা পরছে, ঝড়াপাতাগুলো গাছের নীচে কি অদ্ভূত এক পরিবেশের তৈরি করে রেখেছে।কিন্তু যে পাতাগুলো ঝড়েই যাবে, সেগুলো তাহলে এমন রঙের খেলায় মেতে উঠলো কেন? কোনো পাতাই তো তো জুবুথুবু বিমর্ষ হয়ে মাটিতে লুটিয়ে পরছেনা। বরং ঝড়ে পরার আগে আরও সতেজ,বর্ণিল আর যৌবনময় হচ্ছে, তারপর গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে হাওয়ায় উড়ে উড়ে পথের ধারে ছড়িয়ে পরছে! বিচ্ছেদও কি তাহলে এমন বর্ণাঢ্য কিঝু!এমন রঙের সাজেই কি তা হলে বিদায় নিতে হয়!
[৩] পাতাদের ঝড়ে পরা শেষ হলে হিমাঙ্কের শূন্য ডিগ্রির নীচে তাপমাত্রা নেমে যাবে, শহরজুড়ে নামবে শীত। সাদা বরফের চাদর এসে ঢেকে দেবে সবকিছু। সেই বরফের আগমণী বার্তাও কি তা হলে এমন রঙিন হয়! প্রকৃতি কতো কিছুই যে আমাদের জানাতে চায়, শেখাতে চায়। হায়! আমরা কেবল আমাদের মতো করে ভাবতে ভাবতেই প্রহর কাটিয়ে দিলাম। ঈষৎ সংক্ষেপিত। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়