শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাক্তার দেখানোর কথা বলে উধাও সুন্দরী গৃহবধূ, মা-মা করে কাঁদছে শিশু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় তিন বছরের শিশুসন্তান আকাশকে বাবার বাড়িতে রেখে ডাক্তার দেখাতে যান গৃহবধূ কুলসুম আক্তার। এরপর থেকে উধাও তিনি। এদিকে মাকে কাছে পেতে রাত-দিন কান্নাকাটি করছে অবুঝ শিশু আকাশ।

এ ঘটনায় শনিবার দুপুরে কচুয়া থানায় জিডি করেছেন কুলসুম আক্তারের মা তাহমিনা বেগম। নিখোঁজ কুলসুম আক্তার কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের রুস্তম শেখের মেয়ে।

কুলসুম আক্তারের মা বলেন, বিয়ের পর থেকে আমার জামাইয়ের সঙ্গে ঢাকায় থাকত মেয়ে। গত ১৫ অক্টোবর ঢাকা থেকে আমার বাড়িতে বেড়াতে আসে মেয়ে কুলসুম আক্তার ও তার তিন বছরের ছেলে আকাশ।

পরে ১৮ অক্টোবর বিকেল ৫টায় ডাক্তার দেখানোর উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর থেকে আর আসেনি। আমি এখন এই দুধের বাচ্চা নিয়ে কী করব, কোথায় যাব। আমার নাতিকে বাঁচাতে আমার মেয়ের সন্ধান চাই।

এদিকে ৬ দিন মাকে ছাড়া একা থাকা শিশু আকাশ অসুস্থ হয়ে পড়েছে। সারাদিন শুধু মা-মা করে কান্না করছে।

কচুয়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আমরা তদন্ত শুরু করেছি। সব থানায় কুলসুমের ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। যদি কেউ তার সন্ধান পায় তাহলে আমাদের জানাতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়