শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নড়াইলে কলেজশিক্ষক হত্যায় আটক ৪

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউপির বেনাহাটি গ্রামে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ কুমার রায়কে গলাকেটে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চারজনকে আটক করেছে। আটকরা হলেন ওই বাড়ির কেয়ারটেকার বিপুল বিশ্বাস, বিধান রায় ও অরবিন্দু দাস এবং অপর একজন।

এদিকে শনিবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ দুপরে গ্রামের বাড়ি বেনাহাটিতে নেয়া হয়। মরদেহ বাড়িতে পৌঁছালে প্রিয় এই শিক্ষককে একনজর দেখার জন্য এলাকার শতশত লোক ভিড় করেন।

অরুণ রায় ২০০৮ সালে খুলনার বটিয়াঘাটা সরকারি কলেজ থেকে সহকারী অধ্যাপক থেকে অবসর নিয়ে গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন।

তার স্ত্রী নিভা রানী পাঠক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) খুলনার উপপরিচালক। ছেলে ইন্দ্রোজিৎ রায় রবি কোম্পানির ইঞ্জিনিয়ার এবং মেয়ে ইন্দ্রিরা রায় চিকিৎসক। চাকরির কারণে স্ত্রী সন্তানরা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করায় তিনজন কেয়ারটেকার নিয়ে অরুণ কুমার রায় বাড়িতে একাই বসবাস করতেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ছেলে ইন্দ্রোজিৎ রায় বাড়িতে এসে গেটের কলিং বেল চেপে কোনো সাড়া পাচ্ছিলেন না। এরপর তিনি বাসায় ঢুকে দোতলায় বাবার বসতঘরে গলাকাটা মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এদিকে হত্যার ঘটনা তদন্তে শুক্রবার রাত থেকেই তদন্তে নেমেছে পিবিআই, সিআইডি ও র‌্যাব।

খুন হওয়া অরুণ কুমার রায় এর স্ত্রী নিভা রানী পাঠক স্বামী হত্যার ঘটনায় ভেঙে পড়েছেন। তিনি বলেন, আমার স্বামী একজন নিরীহ লোক। এলাকায় তার কোনো শত্রু থাকতে পারে না। কে বা কারা তাকে এভাবে হত্যা করল তার বিচার চাই।

নড়াইলের অ্যাডিশনাল এসপি (সদর সার্কেল) শেখ ইমরান জানান, ঘটনাটি একটি আননোন মার্ডার। তদন্ত চলছে। শনিবার থানায় হত্যা মামলা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করতে পারে। পুলিশ ছাড়া পুলিশের অন্যন্যা ইউনিট সিইডি, পিবিআই নানা ধরনের নমুনা সংগ্রহ করে তদন্ত কাজ শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়