শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে দুই কোটি ২৯ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ২৯ লাখ টাকার ইয়াবা ও ১৬ লাখ টাকাসহ একজনকে আটক করেছে র‌্যাব।শনিবার বিকেলে হোয়াইক্যং ইউপি উনচিপ্রাং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ইয়াবা ও টাকাসহ নবী হোসেন নামে যুবককে আটক করা হয়।

আটক নবী হোসেন সাবরাং ইউপির সিকদার পাড়ার জহির আহাম্মদের ছেলে। শনিবার রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, হোয়াইক্যং ইউপি উনচিপ্রাং ব্রিজ এলাকায় কক্সবাজার -টেকনাফ সড়কে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়। পরে পলিথিন ব্যাগ তল্লাশি করে ৪৫ হাজার ৮০০ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৬ লাখ ১৩ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়। ইয়াবার মূল্য ২ কোটি ২৯ লাখ টাকা।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন বলে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন। উদ্ধার করা ইয়াবা ও নগদ টাকাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়