শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৩:৪১ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিথির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হবে: রাশেদ খাঁন

জবি প্রতিনিধি: [২] ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ প্রমাণিত হলে তিথি সরকারকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক মুহম্মদ রাশেদ খাঁন।

[৩] তিথীর বিষয়ে শুক্রবার রাতে তিনি বলেন, একটি সংগঠন বড় হলে সেখানে বিভিন্ন মাইন্ডের লোকজন থাকবে। এটা স্বাভাবিক। সবাইকে নিয়েই একটা সংগঠন। তবে একজন ব্যক্তি হিসাবে এখানে কেউ কারো ধর্ম পালনে বা ধর্মীয় অনুভূতি আঘাত দিয়ে কথা বলতে পারে না। এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

[৪] এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মানুভূতিতে আঘাত করে এমন বিভিন্ন পোস্ট ও কমেন্টের স্ক্রিনশর্ট ভাইরাল হলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদকের পদ থেকে তিথী সরকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাকে কেন স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে সাতদিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়।

[৫] রাশেদ খাঁন এবিষয়ে আরও বলেন, এটা আমাদের নজরে আছে। বিষয়টি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলরা গুরুত্বের সঙ্গে দেখছে। তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের জন্য কারণ দর্শাতে বলা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সংগঠন থেকেও স্থায়ী বহিষ্কার করা হবে।'

[৬] সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু বকর খান বলেন, আমরা কিছুদিন ধরেই বিষয়গুলো লক্ষ্য করেছি। অভিযোগ পাওয়ার পরে আমরা তাকে কয়েকবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। পরে আমরা তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।

[৭] এদিকে শুক্রবার বাদ জোহর ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদ থেকে তিথী সরকারের আজীবন বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে তারা বলেছেন, কোন ধর্মের বিরুদ্ধে অবমাননা সহ্য করা হবে না। এই তিথী সরকার আমাদের ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ৭২ ঘন্টার ভিতর তাকে বহিষ্কার না করে তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়