শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালিকে বিশ্বকাপ জেতানো কোচ অবসরে

স্পোর্টস ডেস্ক: [২] কোচিং ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন ইতালিকে বিশ্বকাপ জেতানো কোচ মার্সেলো লিপ্পি। সবশেষ তিনি চীন জাতীয় দলের কোচ ছিলেন। চীনের দায়িত্ব ছাড়ার পর এবার তিনি জানিয়ে দিলেন আর কোচিং করাবেন না। জীবনের বাকী সময়টা রেখে দিয়েছেন পরিবারের জন্য।

[৩] ২০০৬ সালে জার্মানিতে অনুষ্টিত ফিফা বিশ্বকাপে ইতালিকে চ্যাম্পিয়ন করান তিনি। বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলটির কোচের দায়িত্বে ছিলেন তখন তিনি। জুভেন্টাস ও আজ্জুরিদেরও সাবেক কোচ ছিলেন লিপ্পি। ২৪ অক্টোবর সংবাদ সম্মেলনে দীর্ঘ কোচিং ক্যারিয়ারের ইতি টেনেছেন এই কোচ।

[৪] ৭২ বছর বয়সী মার্সেলো লিপ্পি দীর্ঘ তিন দশক কোচিং পেশায় ছিলেন। খেলোয়াড়ি জীবনে ছিলেন সাম্পোদোরিয়ার ডিফেন্ডার। এরপর ক্লাবটির জুনিয়র দলের কোচের দায়িত্ব নিয়ে শুরু করেন কোচিং পেশা। একে এক আতালান্তা, নাপোলি, ইন্টার মিলান, জুভেন্টাস, ইতালি ও চীনের কোচের দায়িত্ব পালন করেন তিনি।

[৫] ৩০ বছরের কোচিং ক্যারিয়ারে পাঁচটি স্কুদেত্তো জিতেছেন, কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ ট্রফিও জিতেছেন মার্সেলো। কোচিং ছাড়লেও ফুটবলে থাকতে চান জানিয়ে রেডিও স্পোর্তিভাকে লিপ্পি বলেন, ‘আমি নিঃসন্দেহে কোচিং ক্যারিয়ার শেষ করেছি।

[৬] এটাই ঠিক, এটাই যথেষ্ট। সম্ভবত আমি অন্য কোনো ভূমিকায় কার্যকরী হয়ে ওঠতে পারি। দেখা যাক।
-বিবিসি স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়