শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেসিডেন্ট নির্বাচনের ১০দিন পূর্বেই ভোট দিয়েছেন ৫ কোটির বেশি আমেরিকান

লিহান লিমা: [২] গত এক শতাব্দীর মার্কিন নির্বাচনের ইতিহাসে এবারেই সবচেয়ে বেশি আগাম ভোট দিয়েছেন দেশটির ভোটাররা। ৩ নভেম্বরের নির্বাচনের পূর্বেই ইতোমধ্যে ৫ কোটি ৩৫ লাখের বেশি ভোটার নিজেদের ভোট দাখিল করেছেন। এপি/দ্য গার্ডিয়ান

[৩] স্থানীয় সময় শুক্রবার সকালে ইন্ডিয়ানাপোলিসে ভোট দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও সেকেন্ড লেডি কারেন পেন্স। স্থানীয় সময় শনিবার ডোনাল্ড ট্রাম্প ব্যাটেলগ্রাউন্ড রাজ্য ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ কেন্দ্রে নিজের ভোট দেবেন। জো বাইডেন ভোট দেবেন আরেক গুরুত্বপূর্ণ রাজ্য পেনসেলভেনিয়ায়।

[৪] শেষ ১০ দিনে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোকে প্রচারণার কেন্দ্র বানিয়েছেন দুই প্রার্থী। বাইডেনকে সহায়তা করতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনী প্রচারণা করতে যাচ্ছেন ফ্লোরিডায়। ইতোমধ্যেই মিয়ামি ও পেনসেলভেনিয়ায় বাইডেনের হয়ে প্রচারণা করেছেন ওবামা।

[৫] ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মার্কিন নির্বাচনের প্রকল্পের দায়িত্বে থাকা মাইকেল ম্যাকডোনাল্ড বলেন, প্রায় ২১ শতাংশ ভোটার ইতোমধ্যে তাদের ভোট প্রয়োগ করেছেন। যা ১৯০৮ সালের পর সর্বোচ্চ।

[৬] টেক্সাসের ৭০শতাংশ ইতোমধ্যে ভোট দিয়ে দিয়েছেন। ফ্লোরিডাতে ভোট দিয়েছেন৪০ লাখ । ভার্জিনিয়া, ওহাইও ও জর্জিয়াতে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গিয়েছে। আগাম ভোট দাখিলে রেকর্ড করেছে উইসকনসিন, রাজ্যটিতে ১১ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।

[৭] ২০১৬ সালের নির্বাচনে ১৩ কোটি ৭০ লাখ মার্কিনি ভোট দিয়েছেন। বিশেষজ্ঞদের ধারণা এবারের নির্বাচনে মোট ভোট ১৫ কোটি ছাড়িয়ে যাবে।

[৮] নির্বাচনের সর্বশেষ সমীক্ষা বলছে, বাইডেন জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। তবে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে দু’জনের অবস্থানই কাছাকাছি যা কিনা দুই প্রার্থীর হোয়াইট হাউসের ভাগ্য নির্ধারণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়