শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিসির কর্মযজ্ঞে বদলে গেছে ময়মনসিংহের চিত্র

আব্দুল্লাহ আল আমীন: [২] কর্মজীবনে সফলতার এক ঝাঁক সনদ নিয়ে কাজ করে যাচ্ছেন জনপ্রশাসনের দায়িত্বে থাকা ডিসি মিজানুর রহমান। কর্ম ও গুনের কারনে পেয়েছেন শুদ্ধাচার পুরষ্কার।

[৩] জেলা প্রশাসক মো.মিজানুর রহমান ২০১৯ ইং সালে সীমান্ত সমস্যা নিয়ে বাংলাদেশ ভারত ডিসি-ডিএম সম্মেলনে যোগদান করেন।

[৪] সর্বোচ্চ যাকাত সংগ্রহের জন্য জাতীয় যাকাত বোর্ডের পক্ষ থেকে পেয়েছেন সম্মাননা। ভারতের সীমানা ঘেষা সবুজে শ্যামলে বেষ্টিত প্রাচীন নগরী ময়মনসিংহ ৬০ লক্ষ মানুষের বসবাস। ইতিহাস ঐতিহ্য ও শিক্ষানগরী খ্যাত ময়মনসিংহে গত ২০১৯  সালের ২ জুলাই যোগদান করেন জেলা প্রশাসক মো.মিজানুর রহমান। দায়িত্ব গ্রহনের পর মাঠ পর্যায়ে কর্মচারী কর্মকর্তাদের স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার ও হয়রানি মুক্ত সেবা প্রদানের নিদের্শনা দিয়েছেন।

[৫] নিজে করোনা আক্রান্ত হয়েও বিশ্ব মহামারী করোনাকালে সাধারণ মানুষের পাশে দাড়ানোর জন্য প্রশাসনের পাশাপাশি গঠন করেন স্বেচ্ছাসেবকদের টিম। সেই টিমের মাধ্যমে তৃণমুলে সংকটে থাকা মানুষের সেবা প্রদান করে আর্কষণীয় হয়ে ওঠেন সকলের মাঝে। স্বেচ্ছা সেবক , বেকার যুবক, তরুনদের জনপ্রিয় জেলা প্রশাসক হিসাবে ইতিমধ্যেই খ্যাতি লাভ করেছেন।

[৬] প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি ও উন্নয়নে পিছিয়ে নেই ময়মনসিংহ। সরকারের কর্মকাণ্ড ও অর্থনৈতিক স্থিতিশীল করতে স্থানীয় কর ও রাজস্ব আদায়েও রয়েছে ব্যাপক ভূমিকা।

[৭] স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা অর্জনে প্রশিক্ষণের পাশাপাশি দুর্নীতি বন্ধে শপথ পাঠ করিয়ে আত্নসংশোধনের জন্য তাগিদ প্রদান করেন। মাঠ পর্যায়ে আকস্মিক অফিস পরিদর্শন করার ফলে নড়েচড়ে বসেছেন স্থানীয় কর্মকর্তা, কর্মচারীরা। বিভিন্ন অফিসের চিত্র পাল্টে গেছে। বেড়েছে সেবার মান। ডিজিটাল পদ্ধতিতে ফাইল ব্যবহার হাজিরাসহ নানাবিধ কার্যক্রমে সফলতার দারপ্রান্তে রয়েছে।

[৮] সকল বিষয়ে দৃষ্টি রেখে তৃণমূল মানুষের চাহিদা পূরণের পাশাপাশি প্রতি সপ্তাহে বুধবার গণশুনানীর মাধ্যমে বৃদ্ধ নারী পুরুষ, শিক্ষার্থী, বেকার ও অসহায় মানুষদের আর্থিক সহায়তাসহ নানা বিষয়ে সমাধান প্রদান করা হয়।

[৯] অন্যদিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মপরিকল্পনার মাধ্যমে জীবনমান উন্নত করার লক্ষ্য বাস্তবায়ন করে যাচ্ছে।
জেলা প্রশাসকের দায়িত্ব পালনকালে ব্রহ্মপুত্র নদ খনন শুরু,বিভাগীয় সদর দপ্তর স্থাপনে জন্য ভূমি অধিগ্রহন, ৫০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন। ৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস এলএনজি ভিত্তিক কম্বাইন্ড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন, আইটি পার্ক, বিভাগীয় স্টেডিয়াম,শিশু হাসপাতাল ভূমি অধিগ্রহন ও নির্মাণসহ নানা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়