শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে দূর্গা পূজার আয়োজন

ওবায়দুল হক, আমিরাত: [২] সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশের চলছে সনাতনীদের সর্বশ্রেষ্ঠ শারদীয় দুর্গাপূজা।প্রতিবছরের ন্যায় এবারও ব্যতিক্রম ভাবে উদযাপিত হচ্ছে আল আইনের সার্বজনীনভাবে দুর্গা মায়ের পূজা। আজকের দুর্গাপূজার মহাসপ্তমী।

[৩] আল আইন লোকনাথ সেবাশ্রম মন্দির এবং মরুতীর্থ প্রবাসী গীতা সংঘের মন্দিরে যথারীতি প্রচলন দুর্গা মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে।

[৪] মন্দিরের নানা আয়োজনের মধ্যে শুরু হয়েছে সপ্তমী মায়ের পূজা। মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আমিরাতের বিভিন্ন প্রদেশে থেকে এসেছেন ভক্তবৃন্দরা।

[৫] মন্দিরে আসা ভক্তবৃন্দরা বলেন এই করোনা কালীন সময়ে পুষ্পাঞ্জলী নিতে পারে আমরা অনেক আনন্দিত। ধূপকাঠি ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় দেবীর আরাধনা। মায়ের ভোগ, গীতা পাঠ, আরতি ও করোনা থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা ও প্রসাদের এর ব্যবস্থা ছিল।

[৬] পুজা পরিচালনার সকল সদস্যরা বলেন আমরা সবার স্বাস্থ্য বিধি এবং আইন শৃঙ্খলা মেনে মরুর বুকে একমাত্র মাকে দর্শন নেওয়ার জন্য ছোট্ট পরিসরে ঘট এবং ডালের মধ্যে দিয়ে পূজা করে যাচ্ছি। সারা বিশ্বের পরিস্থিতি ভালো হলে আগামীতে আমরা বড় ধরনের পূজা করার আশা রাখি।

[৭] আগামীকাল মহাঅষ্টমী পরেরদিন নবমী এবং ২৬ অক্টোবর বিজয়া দশমীর অঞ্জলি শেষে সনাতনী দের সবচেয়ে বড় উৎসব দুর্গা দেবীকে বিসর্জন এর মাধ্যমে বিদায় জানিয়ে সমাপ্তি করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়