শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এফএটিএফ-এর ধূসর তালিকাতেই থাকবে পাকিস্তান

সালেহ্ বিপ্লব: [২] ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) দেয়া ২৭ শর্তের মধ্যে ৬টি পূরণ করতে পারেনি পাকিস্তান। তাই জঙ্গী অর্থায়নের অভিযোগ মাথায় নিয়ে আরও চার মাস এফএটিএফ-এর ধূসর তালিকাতেই থাকতে হবে দেশটিকে। ইয়ান নিউজ

[৩] টাকা পাচার ও জঙ্গীবাদে অর্থায়নে নজরদারি করা এ বিশ্ব সংস্থার তিনদিনব্যাপী প্ল্যানারি সেশন শেষ হয়েছে শুক্রবার।

[৪] প্যারিস থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এফএটিএফ প্রেসিডেন্ট মার্কুস প্লিয়ার জানান, ধূসর তালিকা থেকে বের হয়ে আসতে হলে পাকিস্তানকে জঙ্গীবাদে অর্থায়নকারীদের বিরুদ্ধে অবরোধ আরোপ করতে হবে। বিচার করতে হবে।

[৫] তিনি বলেন, পাকিস্তান ২৭টি শর্তের মধ্যে ২১টি পূরণ করায় নিঃসন্দেহে বিশ্ব আরও সুরক্ষিত হয়েছে। কিন্তু যে ছ’টি শর্তপূরণ হয়নি, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। সেগুলি দ্রুত পূরণ করা দরকার। দ্য হিন্দু

[৬] সূত্রমতে, বৈঠকে বলা হয়েছে, পাকিস্তান জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মুহম্মদ প্রধান আজহার, লস্কর-ই-তৈয়্যেবার অপারেশনাল চীফ জাকির রেহমান লাকভীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

[৭] আগামী ফেব্রুয়ারিতে এফএটিএফ-এর পরবর্তী বৈঠক। সে বৈঠকে আবারও পাকিস্তানের অবস্থান মূল্যায়ন করা হবে।

[৮] জানা গেছে, বৈঠকে এফএটিএফ বলেছে, পরবর্তী মূল্যায়নে শর্ত পূরণে ব্যর্থ হলে পাকিস্তানকে কালো তালিকায় ফেলা হবে। এনডিটিভি

[৯] প্যারিসভিত্তিক এই সংস্থা ২০১৮ সালের জুন মাসে জঙ্গীবাদে অর্থায়নের অভিযোগ এনে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে।

[১০] ধূসর তালিকায় থাকার অর্থ, পাকিস্তানকে তার আর্থিক ব্যবস্থাপনা সংস্কার করতে হবে, যাতে জঙ্গীবাদে অর্থায়নের সুযোগ বন্ধ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়