শিরোনাম
◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা   ◈ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোট ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দোর মাইলফলকের ম্যাচে জোড়া গোল ◈ দুই মামলায় ১৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন আখতার হোসেন

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিবিয়ায় স্থায়ী যুদ্ধবিরতির ঐতিহাসিক চূক্তি স্বাক্ষর করেছে দুই পক্ষ: জাতিসংঘ

লিহান লিমা: [২] লিবিয়ার প্রত্যেক এলাকায় স্থায়ী যুদ্ধবিরতিতে একমত হয়েছে যুদ্ধেরত দুইপক্ষ। শুক্রবার ফেসবুক লাইভে লিবিয়ার জাতিসংঘ মিশন দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান সম্প্রচার করে। রয়টার্স/আল জাজিরা

[৩]জাতিসংঘের দূত স্টেফানি টুরকো উইলিয়ামের নেতৃত্বে যৌথ সামরিক কমিশন এই চুক্তিকে উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ বলে আখ্যায়িত করেছে।

[৪] স্টেফানি উইলিয়াম জানান, খুব শীঘ্রই যুদ্ধবিরতির সব প্রক্রিয়া শুরু হবে এবং চুক্তির আওতায় সব বিদেশী যোদ্ধা আগামী তিন মাসের মধ্যে লিবিয়া ছাড়বেন। সেই সঙ্গে যুদ্ধের শরণার্থী ও বাস্তুচ্যুতরা নিজেদের বসতিতে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। বিতর্কিত এলাকাগুলোতে দুই পক্ষের যৌথ পুলিশ ফোর্স কাজ করবে।

[৫] চুক্তির আওতায় গত একবছরে এই প্রথমবারের মতো শুক্রবার রাজধানী ত্রিপোলি থেকে পূর্বাঞ্চলের শহর বেনগাজিতে একটি বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট যাত্রা করে।

[৬] ২০১১ সালে আরব বসন্তে ন্যাটো সমর্থিত গোষ্ঠি লিবিয়ার দীর্ঘদিনের একনায়ক মোহাম্মদ গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে। ২০১৪ সালে জাতিসংঘের নেতৃত্বে লিবিয়ায় গভমেন্ট অব ন্যাশনাল অ্যাকোর্ড (জিএনএ) গঠিত হয়। জিএনএ দেশটির পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়া জেনারেল হাফতার সমর্থি গোষ্ঠি (এলএনএ) বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। ত্রিপোলি সরকার দেশকে একত্র করার লক্ষ্যে কাজ করলেও হাফতার নিজেই ক্ষমতা চাইছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়