শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেজাজ ভালো রাখতে সহায়ক খাবার

ডেস্ক রিপোর্ট: সারা দিন কাজের পর শরীরে ক্লান্তি বা অবসাদ ভর করতে পারে। এ থেকে মেজাজ খিটখিটে হওয়াও স্বাভাবিক। এ ছাড়া নানা মানসিক চাপ তো রয়েছেই। এমন পরিস্থিতিতে কিছু খাবার মেজাজ ভালো করে দিনভর সতেজ থাকতেও সহায়তা করে।

বাদাম

আখরোট, চীনাবাদাম, পেস্তা, কিশমিশে রয়েছে ফাইবার, প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট। মেজাজ ও ত্বক সমানভাবে ভালো রাখতে বাদাম বেশ উপকারী। সব ধরনের বাদাম মিলিয়ে এক মুঠো বাদাম রোজ সকালের নাশতায় রাখতে পারেন।

ডিম

ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো এটা আমাদের জানা। স্বাস্থ্যকর এই খাবারটি খেলে মেজাজও ভালো থাকে। ডিমে প্রোটিন, ভিটামিন-ডি এবং বি ১২ এবং কোলিন (স্নায়ুতন্ত্রকে সমর্থনকারী পুষ্টি) থাকে, যা মেজাজ ভালো রাখতে কাজ করে।

অ্যাভোকাডো

অ্যাভোকাডোতে আছে ভিটামিন-বি ৬, ভিটামিন-বি ৫, ফাইবার, ভিটামিন-ই এবং ভিটামিন-সি। এই ফলের পুষ্টিকর ফ্যাট এবং সুপার ক্রিমযুক্ত টেক্সচার মেজাজ ভালো রাখতে সহায়ক।

চকলেট

চকলেটে আছে ফিনাইলিথ্যালাইমিনের বেশ কয়েকটি কার্যকর মিশ্রণ, যা এন্ডোরফিন এবং আনন্ডামাইডকে বাড়ায়। এটি মেজাজ উন্নত করার পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টস, আয়রন ও ম্যাগনেশিয়ামের একটি সমৃদ্ধ উৎস।

টমেটো

টমেটোতে আছে লাইকোপেন, যা মন ভালো করতে সহায়ক। এটি মস্তিষ্কের সুরক্ষা গার্ড হিসেবে কাজ করে এবং প্রদাহ কমায়।

দই

দইয়ে আছে ক্যালসিয়াম, যা উদ্বেগ ও বিষণœতা কমাতে কাজ করে। এ ছাড়া এতে উপস্থিত ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উপকারী।

সূত্র : দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়