শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে নদী থেকে নারী কর্মকর্তাকে উদ্ধার

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার কালিবাজার এলাকায় সন্ধ্যা নদী থেকে বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্স অফিসের এক নারী কর্মকর্তাকে (২৮) উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার (২১ অক্টোবর) রাত ৯টায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

তিনি ৩১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তার স্বামী বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা। নগরীর সদর রোডস্থ সেডোনা আবাসিক হোটেল সংলগ্ন এলাকায় তাদের বাসা।

ওই নারী কর্মকর্তা জানান, বুধবার বিকালে তিনি বাসযোগে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদি বাসস্ট্যান্ড আসেন। এরপর হাঁটতে হাঁটতে শিকারপুর ব্রিজে যান। ব্রিজের মাঝ বরাবর যাওয়ার পর রেলিং থেকে নদী দেখছিলেন। এসময় তিনি নদীতে পড়ে যান। সাঁতার জানা থাকায় কোনোভাবে সাঁতরে তীরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কোনও নৌকা কিংবা কাউকে না দেখে ডাক-চিৎকারও দেন। এভাবে কিছুদূর যাওয়ার পর গ্রামবাসী তাকে উদ্ধার করেন।

নারী কর্মকর্তাকে উদ্ধার করা গ্রামবাসী জসিম বেপারী জানান, নদীর পাড় থেকে অন্ধকারের মধ্যে দেখতে পান হাত উঁচিয়ে কেউ বাঁচার চেষ্টা করছেন। এরপর ভালোভাবে দেখার চেষ্টা করেন। এসময় তার নজরে আসে এক মহিলা হাবুডুবু খাচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি নৌকা ও ট্রলার নিয়ে ওই মহিলাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন এবং থানায় খবর দেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউলা আহসান বলেন, উদ্ধার নারী কর্মকর্তা বলছেন ব্রিজের ওপর থেকে তিনি মাথা ঘুরে পড়ে গেছেন। কিন্তু বিষয়টি সন্দেহজনক। তিনি অসুস্থ বিধায় বেশিকিছু জিজ্ঞাসা করা হয়নি। আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়