শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেঁয়াজ রপ্তানি বন্ধের অন্তত এক মাস আগে জানাতে ভারতের প্রতি বাণিজ্যমন্ত্রীর অনুরোধ

সোহেল রহমান : [২] বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার অন্তত এক মাস আগে নোটিশ দেয়ার জন্য ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি ।

[৩] বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকায় নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অনুরোধ জানান। বাণিজ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শহিদুল ইসলাম ও ডব্লিউটিও’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে তিন বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চায় বাংলাদেশ।

[৫] প্রসঙ্গক্রমে তিনি বলেন, ইতোমধ্যে আলুর দাম কিছুটা কমে এসেছে। আগামী দু-তিনদিনের মধ্যে সরকার নির্ধারিত আলুর মূল্য কার্যকর হবে। বৈঠক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের বড় ব্যবসায়ীক অংশীদার। উভয় দেশের বাণিজ্য দিনদিন বাড়ছে। বাংলাদেশী পণ্য ভারতে রপ্তানির ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। সমস্যাগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করা হবে। আশা করছি, এর ফলে বাংলাদেশী পণ্যের রপ্তানি ভারতে অনেক বাড়বে। ভারত পণ্যের একটি বড় বাজার। সেখানে বাংলাদেশের পণ্য রপ্তানির প্রচুর সুযোগ রয়েছে। আমরা এ সুযোগ কাজে লাগাতে চাই।

[৬] উল্লেখ্য, গত ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১,০৯৬.৩৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে ৫৭৭৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে।

[৭] বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় স্থাপিত বর্ডার হাটগুলোতে উভয় দেশের মানুষের আগ্রহ বাড়ছে। আরও তিনটি বর্ডার হাট উদ্বোধনের অপেক্ষায় আছে। যত দ্রুত সম্ভব এ তিনটি বর্ডার হাট উদ্বোধন করা হবে।

[৮] তিনি জানান, এছাড়া বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারত বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিষয় নিয়ে একটি ডিজিটাল জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। এ বিশেষ উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়