শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে যাত্রীর বালিশের ভিতরে মিলল ১২০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১

আবু মুত্তালিব মতি: [২] বগুড়ার আদমদীঘিতে বাস যাত্রী বালিশের ভিতর ফেনসিডিল ভরে ঢাকার উদ্দেশ্যে নেয়ার সময় নওগাঁ- বগুড়া মহাসড়কের আদমদীঘির শিবপুর শরীব সার কারখানার নিকট ১২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সোহেল রানা (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

[৩] সোহেল রানা নওগাঁর ধামুরহাট উপজেলার মাতাজি ঘোষনগর গ্রামের মতি মন্ডলের ছেলে। গত ২১ অক্টোবর বুধবার সন্ধ্যায় ঢাকাগামী শ্যমলী পরিবহন নামের একটি বাস তল্লাশি করে তাকে আটক ও ফেনসিডিল উদ্ধার করেন। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার সকালে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।

[৪] মাদকদ্রব্য নিয়ন্ত্রন অদিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, গত বুধবার সন্ধ্যায় নওগাঁ থেকে বাস যোগে ঢাকার উদ্দেশ্যে মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে নওগাঁ- বগুড়া মহাসড়কের আদমদীঘির শিবপুরের নিকট শারীব সার কারখানার নিকট ঢাকাগামী শ্যামলী পরিবহন নামের বাস থামিয়ে তল্লাশি করে সিটে বসা সোহেল রানার পায়ের নীচে দুটি বালিশের ভিতর অভিনব কায়দায় বিশেষ ভাবে রাখা ১২০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়