শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতি মায়ের মৃত্যু

জাহাঙ্গীর লিটন: [২] সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন শরীফের মা সহিদা বেগম (৫৫) এর মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

[৩] বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে ২১ অক্টোবর সন্ধ্যার দিকে জেলা শহরের ঝুমুর সিনেমাহল এলাকায় ময়দার মেইল নামকস্থানে সড়ক দুর্ঘটনা শিকার হন তিনি।

[৪] এদিকে ছাত্রলীগ নেতা শরীফের মায়ের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বিমান মন্ত্রী একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জজ আদালতের প্রাবলিক প্রসিকিউটর এড. জসিম উদ্দিন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

[৫] জানা গেছে, বুধবার বিকেলে সহিদা বেগম জেলা শহরের বাসা থেকে তাদের পুরান বাড়ি দেখা-শুনা করতে যান। সন্ধ্যার পর তিনি তার নাতিন ঐশীকে নিয়ে ফের বাসায় আসার পথে ময়দার মেইল নামক এলাকায় রাস্তার একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় জকসিন বাজার থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপরে সিটকে পড়ে গুরুতর আহতে হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতিতে চিকিৎসক ঢাকা মেডিকেল প্রেরণ করে। পরে বুধবার দিনগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৬] বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ যোহর দক্ষিণ মজুপুর হাজি আমজাদ আলী পাটোয়ারী ওয়াকফ এস্টেট একাডেমী (উচ্চ বিদ্যালয় মাঠে) জানাযা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও এমপি শাহজাহান কামালের ব্যক্তিগত সহকারী মোঃ বায়েজীদ ভূঁইয়া। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়