শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৭:২৯ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: সাভারে একটি তৈরি পোশাক কারখানায় লেঅফের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানার প্রায় আট শতাধিক শ্রমিক। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকায় প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রায় তিন ঘণ্টা দফায় দফায় চেষ্টা চালিয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের আশ্বস্ত করা হলে তারা অবরোধ তুলে নেয়।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় অবস্থিত ব্রান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড নামে তৈরি পোশাক কারখানায় বৃহস্পতিবার থেকে ১৫ দিনের লেঅফ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে কারখানা ছুটির পর শ্রমিকরা এক জোট হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কারখানাটির প্রায় আট শতাধিক শ্রমিক। এ সময় শ্রমিকরা কারখানা যখন-তখন বন্ধ করা যাবে না, কারখানা বন্ধ রাখলেও শ্রমিকদের পূর্ণ বেতন পরিশোধ এবং বন্ধ ঘোষণা করা হলে শ্রম আইন অনুযায়ী সব পাওয়ানা পরিশোধের বিষয়ে তিন দফা দাবিতে মহাসড়কে অবস্থান করতে থাকে।

শ্রমিকরা জানান, মাঝে মাঝেই কারখানা কর্তৃপক্ষ কাজ না থাকার অজুহাত দেখিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ফ্লোরে লেঅফ ঘোষণা করে। কিন্তু লেঅফ চলাকালীন শ্রমিকদের তাদের প্রাপ্য বেতন পরিশোধ করা হয় না বিধায় তারা আন্দোলন করতে বাধ্য হয়েছেন।

সাভার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার কারখানা খোলার সিদ্ধান্ত হয়েছে। এ ঘটনায় শ্রমিকরা আশ্বস্ত হলে রাত সাড়ে ৯টার দিকে তাদের অবরোধ তুলে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।দেশ রুপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়